বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫

বেলারুশের সেভেৎলানা পেলেন সাহিত্যে নোবেল

Home Page » আজকের সকল পত্রিকা » বেলারুশের সেভেৎলানা পেলেন সাহিত্যে নোবেল
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫



Literature-Nobel-2015বঙ্গনিউজ ডটকমঃ চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন বেলারুশের লেখক ও সাংবাদিক সেভেৎলানা অ্যালেক্সিয়েভিচ।

বৃহস্পতিবার সুইডিশ একাডেমি সাহিত্যে নোবেলজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।

সুইডিশ একাডেমির বিবৃতিতে বলা হয়, সেভেৎলানা অ্যালেক্সিয়েভিচকে এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তার ছন্দোময় লেখনীর জন্য, যার মাধ্যমে তিনি সমকালীন দুর্দশা ও সাহসিকতার বয়ান তুলে এনেছেন।

৬৭ বছর বয়সী সেভেৎলানার জন্ম ১৯৪৮ সালের ৩১ মে বেলারুশে। তার বাবা বেলারুশিয়ান ও মা ইউক্রেনীয়। তার বেড়ে ওঠা পিতৃভূমি বেলারুশেই। স্কুল শেষে তিনি স্থানীয় বেশ কয়েকটি পত্রিকায় রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন। পাশাপাশি সাহিত্য চর্চাও চালিয়ে যান।

গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছিলেন ফরাসি সাহিত্যিক পাত্রিক মোদিয়ানো।

বাংলাদেশ সময়: ১৮:৩০:৪৫   ৩৭১ বার পঠিত