বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫
স্লিম হওয়ার কার্যকর ১০ টিপস
Home Page » আজকের সকল পত্রিকা » স্লিম হওয়ার কার্যকর ১০ টিপসবঙ্গনিউজ ডটকমঃ মেদ-ভুরি কিংবা মুটিয়ে যাওয়া নিয়ে চিন্তিত অনেকেই। স্লিম হওয়ার জন্য অনেকেই কমিয়ে দেন খাওয়া-দাওয়া। আসলে সঠিক ওজন ও সুস্থ শরীর বজায় রাখতে হলে শুধু খাবারে পরিবর্তন করলে চলবে না। খাবারের সঙ্গে সঙ্গে বদলাতে হবে খাবারের পরিমান ও খাওয়ার সময়ও।
অনেক সময়ই আমরা পছন্দের খাবার পেলে বা বেশির খিদের চোটে প্রয়োজনের তুলনায় বেশি খেয়ে ফেলি। এই বেশি খাওয়া থেকেই শরীরে জমে অতিরিক্ত মেদ। কিছু নিয়ম মানলেই বেশি খাওয়ার অভ্যেস কাটানো যায়।
১. শুধুমাত্র খিদে পেলেই খান। খেতে ইচ্ছে হলেই যখন তখন যা খুশি খেয়ে নেবেন না। যদি শরীরের সেই সময় খাবারের প্রয়োজন না থাকে তবে মেদ জমবেই।
২. নিজের শরীরের প্রয়োজনীয়তা বুঝুন। পুরো পেট পুরে খাবেন না। পেট ঠেসে ভরে যাওয়া মানেই আপনি দরকারের থেকে বেশি খেয়েছেন।
৩. পুষ্টিকর খাবার যেমন ফল, শাকসবজি বেশি খান। বাদ দিন চিপস, মিষ্টি, কোল্ডড্রিঙ্কের মতো খাবার।
৪. কম সময়ের ব্যবধানে অল্প অল্প করে খেলে মেদ জমবে না।
৫. ছোট প্লেট ব্যবহার করুন। প্লেট ছোট হলে খাবারের পরিমান কমবে।
৬. গেলার আগে খাবার ভাল করে চিবিয়ে নিন। এতে পুষ্টিকর উপাদান শরীরে ভাল শোষিত হবে।
৭. অন্তত ২০ মিনিট ধরে খান। মনে রাখবেন পেট ভরেছে কিনা সেই সিগনাল মস্তিষ্কে পৌঁছতে ২০ মিনিট সময় নেয়।
৮. ব্রেকফাস্ট বাদ দেবেন না। সকালে ঠিকমতো না খেলে তার প্রভাব সারাদিনের খিদের ওপর পড়বে। ব্রেকফাস্টই সারাদিনের খিদে নিয়ন্ত্রণ করে।
৯. ফল বা মিষ্টি জাতীয় খাবার কখনই খাওয়ার পরই বা খাবারের সঙ্গে খাবেন না। ব্রেকফাস্ট বা লাঞ্চ খাওয়ার অন্তত ২ ঘণ্টা পর ফল খান।
১০. সূর্যাস্তের পর খাওয়ার পরিমান কমিয়ে দিন। সারাদিন ঠিকঠাক খেলে বিকেলের পর থেকে আপনা থেকেই খিদে কমে আসবে। সূর্যাস্তের পর থেকে কম পরিমানে সহজপাচ্য খাবার খান। এতে ঘুমও ভাল হবে।
বাংলাদেশ সময়: ১৮:২২:০৯ ৩৬২ বার পঠিত