বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫
যুদ্ধাপরাধ: ১৯ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত
Home Page » আজকের সকল পত্রিকা » যুদ্ধাপরাধ: ১৯ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্তবঙ্গনিউজ ডটকমঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের সালামতউল্লাহ খানসহ ১৯ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সমন্বয়ক আব্দুল হান্নান খান ও সানাউল হক তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।
আবদুল হান্নান খান জানান, সালামতউল্লাহ খানসহ এই ১৯ জনের বিরুদ্ধে ৯৪টি হত্যাসহ আরো অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্মান্তরিতকরণ, দেশান্তর করাসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধে ১৩টি অভিযোগ আনা হয়েছে।
এই ১৯ জনের মধ্যে বর্তমানে ছয়জন কারাগারে রয়েছেন। বাকিরা পলাতক রয়েছেন। কারাবন্দিরা হলেন—সালামতউল্লাহ খান, মো. রশিদ মিয়া (৮৩), মৌলভি নুরুল ইসলাম (৬১), বাদশা মিয়া (৭৩), ওসমান গণি (৬১) ও মো. জিন্নাহ ওরফে জিন্নাত আলী (৫৮)। এ মামলার অন্য আরেক আসামি মৌলভি সামসুদ্দোহা (৮২) কারাগারে মারা গেছেন।
মামলার অন্য আসামিরা হলেন মৌলভি জকরিয়া শিকদার (৭৮), অলি আহমদ (৫৮), মো. জালাল উদ্দিন (৬৩), মোহাম্মদ সাইফুল ইসলাম সাবুল (৬৩), মমতাজ আহম্মদ (৬০), হাবিবুর রহমান (৭০), মৌলভি আমজাদ আলী (৭০), মৌলভি আবদুল মজিদ (৮৫), আবদুল শুক্কুর (৬৫), মো. জাকারিয়া (৫৮), মৌলভি জালাল (৭৫) ও আবদুল আজিজ (৬৮)। মুক্তিযুদ্ধের সময় তাঁরা মুসলিম লীগ ও নেজামে ইসলামী পার্টি করতেন। মুক্তিযুদ্ধের পর তাঁদের বেশির ভাগই বিএনপি অথবা জামায়াতে ইসলামীর সঙ্গে জড়িত ছিলেন।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মো. নূরুল ইসলাম ২০১৪ সালের ১২ মে থেকে চলতি বছরের ৮ অক্টোবর পর্যন্ত তাদের অপরাধের তদন্ত শেষ করেন।
তদন্তে তাদের বিরুদ্ধে মূল ১৬১ পৃষ্ঠার সঙ্গে সর্বমোট ৪৩৯ পৃষ্ঠার নথিপত্র রয়েছে। প্রতিবেদনে ৬০ জন সাক্ষীর জবানবন্দি, ঘটনাস্থলের খসড়া মানচিত্র ও সূচি এবং ঘটনাস্থলের স্থিরচিত্র দাখিল করা হবে প্রসিকিউশনে।
বাংলাদেশ সময়: ১৮:১১:০৮ ২৪৪ বার পঠিত