সোমবার, ২৭ মে ২০১৩
বগুড়ায় ট্রাকচাপায় স্ত্রী নিহত, স্বামী আহত
Home Page » ফিচার » বগুড়ায় ট্রাকচাপায় স্ত্রী নিহত, স্বামী আহতবঙ্গ-নিউজ ডটকমঃ বগুড়া সদর থানাধীন বড়িয়া এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল যাত্রী স্ত্রী রেনু (৪০) নিহত এবং একই ঘটনায় আহত হয়েছেন স্বামী আবু বকর (৫৫)।
তারা শহরের নারুলী এলাকায় বসবাস করেন। আবু বকর জেলার গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মাসিস্ট পদে কর্মরত।
সোমবার সকাল সোয়া ৯টার দিকে মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি/হেড কোয়ার্টার) গাজীউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, উল্লেখিত সময়ে তারা স্বামী-স্ত্রী মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি জেলার গাবতলী উপজেলার মহিষাবানে যাচ্ছিলেন। জেলা সদররের বড়িয়া নামক স্থানে এসে পৌঁছালে অজ্ঞাতনামা ট্রাক এসে পেছন থেকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী রেনুর মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১০:৫৫:৪২ ৪৪৭ বার পঠিত