বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫

মোড়ে মোড়ে তল্লাশি রাজধানীর।

Home Page » আজকের সকল পত্রিকা » মোড়ে মোড়ে তল্লাশি রাজধানীর।
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫



বঙ্গ-নিউজ ডটকমঃ

রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্প্রতি দুই বিদেশি খুন হওয়ার পর বিশেষ করে সন্ধ্যার পর রাজধানীর মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর বিরুদ্ধে মৃত্যুপরোয়ানা জারি করার পর সারাদেশে অস্থিরতা তৈরির শঙ্কায় কারাগারগুলোতেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে মোটরসাইকেলে দুই জনের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জানতে চাইলে ঢাকা মহানগর গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার এসএম জাহাঙ্গীর আলম বলেন, মোটরসাইকেলযোগে এসে ঘটনা ঘটিয়ে পালিয়ে যাচ্ছে অপরাধীরা।
এসব কারণে পুলিশ রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। একটা সময় পর্যন্ত এই অবস্থা চলবে। তবে কোন নির্দিষ্ট সময় বলা যাবে না। যতক্ষণ মনে করা হবে ততক্ষণ পর্যন্ত এই ব্যবস্থা চলবে।
এ ব্যাপারে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফদি মাহমুদ খান বলেন, জনগনের জান-মালের নিরাপত্তায় র‌্যাব সব সময় সতর্ক রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যেমন গুলশান বনানীসহ সংরক্ষিত এলাকায় আমাদের চেকপোস্ট ও টহলের ব্যবস্থা রয়েছে। তবে এলিটফোর্স হিসেবে সবস্থানে চেক করার সুযোগ আমাদের নেই।
বিভিন্ন সূত্রে জানা গেছে, সংক্ষুদ্ধ একটি গোষ্ঠী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে তৎপর রয়েছে। ধারনা করা হচ্ছে-এরই ধারাবাহিকতায় সম্পতি রাজধানী সহ সারাদেশে বেশ কয়েকটি খুনে ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে এসে খুনিরা ঘটনা ঘটিয়ে পালিয়ে যাচ্ছে এমন অভিযোগ থেকে পুলিশ এরই মধ্যে মোটরসাইকেলে দুইজনের চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

বাংলাদেশ সময়: ৯:২৭:৪১   ৩১১ বার পঠিত