বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫
সরকারি প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার।
Home Page » আজকের সকল পত্রিকা » সরকারি প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার।বঙ্গনিউজ ডটকমঃ
১১ তম গ্রেডে বেতন স্কেল নির্ধারণসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের আন্দোলন স্থগিত করেছেন।
বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীরের সঙ্গে আন্দোলনে নেতৃত্বে থাকা প্রাথমিক সহকারী শিক্ষক ফেডারেশনের নেতাদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ফেডারেশনের নেতা নাসরীন সুলতানা বলেন, মহাপরিচালক তাদের বিষয়টি নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। বিষয়টি যাতে বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে আলোচনা হয় সে জন্য বলেছেন। এ জন্য আগামীকাল বৃহস্পতিবার থেকে কর্মসূচি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষকরা আন্দোলন প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে শিক্ষক নেতাদের জানানো হয়েছে।
শিক্ষকদের আন্দোলনের ফলে প্রাথমিকে শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় সরকার আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়। এর পরই শিক্ষকরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়।
বাংলাদেশ সময়: ৯:১৯:৫০ ৩৮৩ বার পঠিত