বুধবার, ৭ অক্টোবর ২০১৫

টঙ্গীতে ৮০০ পাখিসহ দুই ‘পাচারকারী’ আটক।

Home Page » আজকের সকল পত্রিকা » টঙ্গীতে ৮০০ পাখিসহ দুই ‘পাচারকারী’ আটক।
বুধবার, ৭ অক্টোবর ২০১৫



 ম্যাপ: গাজীপুর

বঙ্গ-নিউজ ডটকমঃ

গাজীপুরের টঙ্গীতে আটশ মুনিয়া ও টিয়া পাখিসহ দুই ব্যক্তিকে আটক করেছেন বন বিভাগের কর্মকর্তারা।

বন সংরক্ষক (বন্যপ্রাণী) তপন কুমার দে জানান, বুধবার ভোরের দিকে রিয়াজনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নজরুল (৩৮) ও লাল মিয়া (৪০)।

তাদের কাছ থেকে ৪২০টি মুনিয়া এবং ৩৮০টি টিয়া পাখি উদ্ধার করা হয়েছে।

তপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ওই দুজনকে আটক করা হয়। বিদেশে পাচার করার জন্য তারা উত্তরবঙ্গ থেকে পাখিগুলো ধরে এনেছে।”

এসব পাখি গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২:৩১:৫২   ৩১৪ বার পঠিত