মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫
বিকেলে শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈঠক।।
Home Page » আজকের সকল পত্রিকা » বিকেলে শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈঠক।।বঙ্গ-নিউজ ডটকমঃ
স্বতন্ত্র বেতন কাঠামো ও অষ্টম জাতীয় বেতন স্কেলে গ্রেড সমস্যা নিরসনের দাবিতে আন্দোলনরত সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসবেন। মঙ্গলবার বেলা তিনটায় শিক্ষা মন্ত্রণালয়ে এ বৈঠক হবে। বৈঠকে মন্ত্রীকে কী বলা হবে, তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন বৈঠক করছেন আন্দোলনে নেতৃত্ব দানকারী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা। জানা গেছে, শিক্ষামন্ত্রীর কাছে তারা লিখিতভাবে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব তুলে ধরবেন। পৃথক বেতন কাঠামোর জন্য শিরগিরই একটি কমিশন গঠন করতে দাবি জানাবেন। এই কমিশন গঠনে তারা শিক্ষামন্ত্রীকে সময় বেধে দিবেন। স্বতন্ত্র বেতন কাঠামো ও গ্রেড সমস্যা নিরসনের দাবিতে প্রায় চার মাস ধরে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এর মধ্যে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দিয়ে গত ৭ সেপ্টেম্বর অষ্টম জাতীয় বেতন স্কেল অনুমোদন করে মন্ত্রিসভা। এরপর শিক্ষকদের আন্দোলন আরো জোরদার হয়। এরই মধ্যে গত রবিবার গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আন্দোলনরত শিক্ষকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৪:৩৭:৪১ ২৯৭ বার পঠিত