মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫

গরমে প্রশান্তি পেতে ঘরেই তৈরি করুন ‘কোল্ড কফি’।

Home Page » আজকের সকল পত্রিকা » গরমে প্রশান্তি পেতে ঘরেই তৈরি করুন ‘কোল্ড কফি’।
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫



manik-sp

বঙ্গনিউজ ডটকমঃ
ভীষণ গরমে একটুখানি প্রাণ জুড়ানোর মত পানীয় খোঁজেন সকলেই। চলুন তাহলে ঘরেই তৈরি করা যাক কোল্ড কফি, কিভাবে করবেন জেনে নিন.. যেসব জিনিস লাগবে কফি ২ চা চামচ দুধ ৫০০ মিলি। আপনি চাইলে এক কেজি দুধ কে অর্ধেক করে ব্যবহার করতে পারবেন) গুঁড়ো দুধ ২ টেবিল চামচ কনডেনসড মিল্ক ২ টেবিল চামচ দুই স্কুপ আইস্ক্রিম চিনি পরিমাণ মতো চকলেট সিরাপ (সাজানোর জন্য) যেভাবে তৈরি করবেন -একটা কাপে এক টেবিল চামচ কুসুম গরম পানির সাথে কফি মিশিয়ে নিন। -এবার ব্লেন্ডারে একে একে সব উপকরণ ও কফি মিক্সড করে ব্লেন্ড করে নিন ৩/৪ মিনিট । -এবার পরিবেশনের গ্লাসে চকলেট সিরাপ ঘুরিয়ে ঘুরিয়ে দিন। -কফি ঢেলে এবার উপরে সামান্য কফির গুঁড়ো ও চকলেট সিরাপ দিয়ে পরিবেশন করুন।

বাংলাদেশ সময়: ১৪:৩০:০২   ৩৪০ বার পঠিত