সোমবার, ৫ অক্টোবর ২০১৫

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছে নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন।

Home Page » শিক্ষাঙ্গন » বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছে নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন।
সোমবার, ৫ অক্টোবর ২০১৫



কোন পথে যাবে তুমি, তা ঠিক করতে হবে এইচএসসির পরইবঙ্গনিউজ ডটকমঃ এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর থেকে সবার চিন্তা এখন একসুতোয় গাঁথা। কোথায় ভর্তি, কোথায় হবে উচ্চশিক্ষা? এইচএসসি পাস শিক্ষার্থীরা কোন পথে যাবে, তা ঠিক করার এখনই সময়। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অনেকেই প্রকৌশল বা প্রযুক্তি বিষয়ে পড়ার পরিকল্পনা শুরু করে দিয়েছেন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মূল লক্ষ্য বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট এমআইএসটিসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া। কিন্তু আসনস্বল্পতার কারণে সবার সুযোগ হবে না এসব প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার। তাই বলে উচ্চশিক্ষা তো আর থেমে থাকতে পারে না। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছে নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন।
সময়টা চলছে প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে। পৃথিবী এগিয়ে চলেছে প্রযুক্তির ওপর ভর করে। প্রযুক্তি থেকে দূরে থাকা মানেই পিছিয়ে পড়া। প্রযুক্তিনির্ভর বাস্তবতায় অনেকেই এখন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় উৎসাহিত হচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন বিষয় যোগ হচ্ছে কারিগরি শিক্ষাব্যবস্থায়। শিক্ষার্থীদের সামনে পেশাজীবনে যোগ হচ্ছে নিত্যনতুন সম্ভাবনা। আগামীদিনের তারুণ্য খুঁজে পাচ্ছে শিক্ষার নতুন দিকনির্দেশনা। প্রাতিষ্ঠানিক পর্যায়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি ও প্রকৌশলের বিদ্যমান বিভিন্ন বিষয়ের সঙ্গে সাম্প্রতিক সময়ে যুক্ত হচ্ছে বেশ কিছু বিষয়। এর মধ্যে অন্যতম হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। প্রকৌশলবিদ্যার এ বিষয়ে এয়ারক্রাফটের বিভিন্ন যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা ও নির্মাণ সম্পর্কে ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়ে থাকে।
বেসরকারি পর্যায়ে এখন বাংলাদেশেও অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ার সুযোগ তৈরি হয়েছে নানা প্রতিষ্ঠানে। বাংলাদেশে বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করা যাচ্ছে কলেজ অব এভিয়েশন টেকনোলজি (ক্যাটেক), উত্তরায়। ভর্তির যোগ্যতা: এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম ৩.৫ জিপিএ। এ বিষয়ে আগ্রহীরা যোগাযোগ করতে পারে ০১৯৩৭১৮২৪৭০,০২-৮৯৯১৩৭১ অথবা catechedu.com ওয়েবসাইটে।
ক্যাটেকের অধ্যক্ষ মলি সরকার জানান, অ্যারোনটিক্যাল প্রকৌশলীদের কাজের সুযোগ অবারিত। এ বিষয়ে স্নাতকদের কাজ করার সুযোগ শুধু দেশেই সীমাবদ্ধ নয়, দেশের বাইরের নানা এয়ারলাইনস কোম্পানিতে রয়েছে চাকরির সুযোগ। সেই সঙ্গে প্রাতিষ্ঠানিক লেখাপড়া শেষে ‘অন জব ট্রেনিং’ করার সুযোগ রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও এয়ারলাইনস কোম্পানিতে।
বাংলাদেশে সরকারিভাবে এমআইএসটি ছাড়াও এ বিষয়ে পড়া যাবে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ এবং দক্ষিণ এশিয়ার বৃহৎ দেশ ভারতেও।

বাংলাদেশ সময়: ১৩:৩৬:২৪   ৩৯৯ বার পঠিত