সোমবার, ৫ অক্টোবর ২০১৫

স্পেকটার নির্মাণে ধ্বংস হয়েছে ৩ কোটি ৪০ লাখ ডলার

Home Page » এক্সক্লুসিভ » স্পেকটার নির্মাণে ধ্বংস হয়েছে ৩ কোটি ৪০ লাখ ডলার
সোমবার, ৫ অক্টোবর ২০১৫



  •  

Print Friendly and PDF

0

 

0

 


4

 


 

 

 

 

 

 

 

 

পুরো সিনেমাটি বানাতে ৩০ কোটি ৩০ লাখ ডলার পর্যন্ত খরচ হওয়ার কথা রয়েছে। আর যদি তা হয়, তবে এটি হবে এ যাবৎকালে বন্ডের সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে খরচবহুল সিনেমা।

সিনেমাতে ইতালির রোমে গাড়ি নিয়ে ধাওয়া করার এক দৃশ্যেই কয়েক মিলিয়ন ডলারের গাড়ি নষ্ট হয়েছে। ওই দৃশ্যে বন্ড একটি অ্যাস্টন মার্টিন আর ভিলেন একটি জাগুয়ার সি-এক্স৭৫ সুপারকার ব্যবহার করে। এছাড়া আরেক দৃশ্যে আল্পসে একটি বিশেষায়িত ল্যান্ড রোভার ডিফেন্ডার ধ্বংস করা হয়েছে।

চলতি বছর ২৬ অক্টোবর লন্ডনে আর ৬ নভেম্বর থেকে বিশ্বব্যাপী ‘স্পেক্টট্রে’ মুভিটি ছাড়া হবে বলে জানা গেছে।

এর আগে জেমস বন্ডের সর্বশেষ সিনেমা ‘স্কাইফল’ -এ ২০ কোটি মার্কিন ডলার খরচ করা হয়েছিল।

বক্স অফিসের হিসেবে বন্ডের শেষ ছয়টি সিনেমার নির্মাণখরচ হল-

টুমরো নেভার ডাইজ ১১ কোটি ডলার

দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ সাড়ে ১৩ কোটি ডলার

ডাই অ্যানাদার ডে ১৪ কোটি ২০ লাখ ডলার

ক্যাসিনো রয়্যাল ১০ কোটি ডলার

কোয়ন্টাম অফ সোলেস ২৩ কোটি ডলার

স্কাইফল ২০ কোটি ডলার

আর প্রথম বন্ড সিনেমা ড. নো তৈরিতে ১৯৬৩ সালে খরচ হয়েছিল সাকুল্যে ১০ লাখ ডলার।

বাংলাদেশ সময়: ১৩:০৯:২৩   ৪২১ বার পঠিত