শনিবার, ৩ অক্টোবর ২০১৫

বাংলাদেশে অবস্থানকারী নাগরিকদের সতর্ক করল দক্ষিণ কোরিয়া ।

Home Page » আজকের সকল পত্রিকা » বাংলাদেশে অবস্থানকারী নাগরিকদের সতর্ক করল দক্ষিণ কোরিয়া ।
শনিবার, ৩ অক্টোবর ২০১৫



3

বঙ্গনিউজ ডটকমঃ

দুই বিদেশি নাগরিকের হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশে অবস্থানকারী নাগরিকদের সতর্ক করেছে দক্ষিণ কোরিয়া। আজ শনিবার ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়। দক্ষিণ কোরিয়ার দূতাবাসের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, বাংলাদেশে অবস্থানকারী দেশটির নাগরিকদের সব সময়ই সব স্থানে সাবধানতা ও উচ্চপর্যায়ের ব্যক্তি নিরাপত্তা অবলম্বন করতে বলা হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে দেশে দুই বিদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে চেসারে তাভেলা (৫০) নামের ইতালির এক নাগরিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি গুলশানে অবস্থিত নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। তাঁর হত্যারহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এ ঘটনার রহস্য উন্মোচন না হতেই আজ শনিবার রংপুরের মাহীগঞ্জ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হোসিকমিও নামে এক জাপানি নাগরিক নিহত হয়েছেন। তিনি রংপুরের একটি কৃষি প্রকল্পে কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৪৯:১৯   ২২৫ বার পঠিত