শনিবার, ৩ অক্টোবর ২০১৫

‘আসাদের জয় হয়েছে’।

Home Page » আজকের সকল পত্রিকা » ‘আসাদের জয় হয়েছে’।
শনিবার, ৩ অক্টোবর ২০১৫



বঙ্গ-নিউজ ডটকমঃ

সিরিয়ায় পশ্চিমা মদদপুষ্ট বিদ্রোহী গোষ্ঠীগুলোর অবস্থানে দামেস্কের মিত্র রাশিয়ার ব্যাপক বিমান হামলা শুরু হওয়ার প্রেক্ষাপটে এই ঘটনাকে প্রেসিডেন্ট বাশার আসাদের জন্য বড় ধরনের বিজয় বলে উল্লেখ করেছে ইসরাইলের একটি দৈনিক।

ইসরাইলি দৈনিক মাআরিভ এই মন্তব্য করেছে এক প্রতিবেদনে। ইসরাইলের নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক ইউসি মিলম্যান লিখেছেন: ‘গত বৃহস্পতিবার ভোরে রাশিয়ার সংসদ সিরিয়ায় (আইএসআইএল-এর অবস্থানে) রুশ বিমান হামলার প্রস্তাব অনুমোদন করে। আর সেদিন দুপুরেই রুশ জঙ্গি বিমানগুলা হোমসে বিদ্রোহী গোষ্ঠীগুলোর ওপর হামলা শুরু করে।’

ইসরাইলের দৈনিকটি লিখেছে, ‘মস্কো কাজ ভাগ করে নিতে চাচ্ছে যা বাশার আসাদ বিরোধী মার্কিন সরকার ও তার নেতৃত্বাধীন জোটের কাছে আনন্দদায়ক নয়।’

মাআরিভ আরও লিখেছে, ‘আসাদ বিরোধী মার্কিন জোট আইএসআইএল-এর অবস্থানে (কথিত) হামলা চালাচ্ছে, কিন্তু রুশ জঙ্গি বিমানগুলো আসাদ বিরোধী অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর ওপর হামলা করছে। রুশ হামলার টার্গেট এই গোষ্ঠীগুলোর বেশিরভাগই ওয়াশিংটন, সৌদি আরব, কাতার ও তুরস্কের পক্ষ থেকে মদদ পেয়ে আসছে। তাই এটা স্পষ্ট যে এ অবস্থায় এই ময়দানের বড় বিজয়ী হলেন বাশার আসাদ।’

ইসরাইলের এই বিশ্লেষক আরও লিখেছেন, ‘আমেরিকা তার দুই লক্ষ্য তথা বাশার আসাদকে উৎখাত করা ও আইএসআইএলকে নির্মূল করার কাজে ব্যর্থ হয়েছে। অন্যদিকে সিরিয়ার আকাশেও ইসরাইলের হামলার স্বাধীনতা সীমিত হয়ে পড়েছে। … ইসরাইলকে এখন থেকে খুব সতর্ক হয়ে কাজ করতে হবে এবং সিরিয়ার আকাশে জঙ্গি বিমান পাঠানোর আগে খুব ভালোভাবে ভেবে দেখতে হবে। কারণ, (রুশ প্রেসিডেন্ট) পুতিন বলেছিলেন, সিরিয়ায় ইসরাইলি বিমান হামলার ব্যাপারে রাশিয়া উদাসীন থাকবে না।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:২৬   ২০০ বার পঠিত