শনিবার, ৩ অক্টোবর ২০১৫
আজই সমাপ্তি ঘটছে গুগল যুগের!
Home Page » এক্সক্লুসিভ » আজই সমাপ্তি ঘটছে গুগল যুগের!বঙ্গ-নিউজ ডটকমঃ
আজ সমাপ্তি ঘটছে গুগল যুগের। মূল কোম্পানির পরিবর্তে এখন থেকে অ্যালফাবেট নামের প্যারেন্ট কোম্পানির অধীনে থাকবে এই সার্চ ইঞ্জিন। গত আগস্টে অ্যালফাবেট নামের এই প্যারেন্ট কোম্পানি গঠনের ঘোষণা দেন গুগলের দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। ম্যাশেবল জানিয়েছে, প্রায় চার বছর ধরেই গুগলের মধ্যে অ্যালফাবেট প্রতিষ্ঠা করতে আলোচনা হয়ে আসছে। আর এর কারণ হলো ল্যারি পেজ ও সের্গেই ব্রিনকে নিত্যদিনের এসকল কাজ থেকে মুক্তি দেওয়া যাতে করে এই দুজন আরও একটি ‘গুগল’ প্রতিষ্ঠা করতে পারেন। তবে গুগলের এই পরিবর্তন একজন ব্যবহারকারীর চোখে খুব একটা ধরা পড়বে না। কারণ গুগল যেভাবে চালু ছিল, সেভাবেই থাকবে। শুধুমাত্র প্যারেন্ট কোম্পানি হিসেবে আর থাকবে না। বরং অন্য একটি প্যারেন্ট কোম্পানির আওতায় থাকবে। আগামী সোমবার থেকে ওয়াল স্ট্রিটে GOOG এবং GOOGL নামেই গুগলের শেয়ার লেনদেন হবে। তবে কর্পোরেট নামের ক্ষেত্রে গুগলের পরিবর্তে ব্যবহার করা হবে অ্যালফাবেট।
বাংলাদেশ সময়: ১৫:৪৯:৪৪ ৩৯৯ বার পঠিত