শনিবার, ৩ অক্টোবর ২০১৫

সাড়ে ৩ হাজার টাকায় থ্রিজি স্মার্টফোন!!

Home Page » এক্সক্লুসিভ » সাড়ে ৩ হাজার টাকায় থ্রিজি স্মার্টফোন!!
শনিবার, ৩ অক্টোবর ২০১৫



বঙ্গ-নিউজ ডটকমঃ

সবচেয়ে কম দামের একটি স্মার্টফোন আনলো ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান লাভা। ফোনটির মডেল লাভা ফ্লেয়ার ই২।এই ফোনটির বড় বিশেষত্ব হলো এটি থ্রিজি নেটওয়ার্ক সমর্থন করে।

ফোনটিতে আছে সাড়ে তিন ইঞ্চির এইচভিজিএ ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৩২০x৪৮০ পিক্সেল। ডুয়েল সিমের এই ফোনটিতে আছে ১ গিগাহার্টজের সিঙ্গেল কোর প্রসেসর, ২৫৬ মেগাবাইট র‌্যাম এবং ৫১২ মেগাবাইট বিল্টইন মেমোরি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যানড্রয়েড ৪.৪ কিটক্যাট। এটির রিয়ার ক্যামেরা ২ মেগাপিক্সেলের। সঙ্গে আছে এলইডি ফ্লাশগান। সেলফি তোলার জন্য সামনে আছে ০.৩ মেগাপিক্সেলের ক্যামেরা।

ফোনটির ব্যাটারি ১৪০০ মিলিঅ্যাম্পায়ারের। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হলে ১২৮ ঘণ্টা সচল থাকে। অন্যদিকে এটি দিয়ে একটানা ১৪ ঘণ্টা কথা বলা যাবে।

সাদা এবং কালো এই দুই রঙে ফোনটি পাওয়া যাবে। ভারতের বাজারে ফোনটির মূল্য ২ হাজার ৯৯৯ রুপি। বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ৩ হাজার ৫৪০ টাকা।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:২৪   ৩২৭ বার পঠিত