শনিবার, ৩ অক্টোবর ২০১৫

১৬ কোটির দেশে ১৩ কোটি মোবাইল গ্রাহক

Home Page » এক্সক্লুসিভ » ১৬ কোটির দেশে ১৩ কোটি মোবাইল গ্রাহক
শনিবার, ৩ অক্টোবর ২০১৫



 ১৬ কোটির দেশে ১৩ কোটিই এখন মোবাইল গ্রাহক

বঙ্গ-নিউজ ডটকমঃ

দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ছাড়িয়েছে। বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) হালনাগাদ তথ্য থেকে বিষয়টি জানা গেছে। বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটের তথ্য মতে দেশের মোট জনসংখ্যা ১৫ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ৮৪৬ জন।

বিটিআরসি বৃহস্পতিবার নিজস্ব ওয়েব সাইটে আগস্ট মাস পর্যন্ত মোবাইল ফোনের গ্রাহক সংখ্যার (চালু থাকা সিম) তথ্য প্রকাশ করে। বিটিআরসির তথ্য মতে, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় সোয়া ৫ কোটি।

আগস্ট মাস শেষে বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহক দাঁড়িয়েছে ১৩ কোটি ৮ লাখ ৪৩ হাজার। যা জুলাই মাসে ছিল ১২ কোটি ৮৭ লাখ। আর গত বছরের একই সময়ে (আগস্ট) মোবাইল ফোনের গ্রাহক ছিল ১১ কোটি ৭৫ লাখ । অর্থাৎ এক বছরে গ্রাহক প্রবৃদ্ধির সংখ্যা ১১ শতাংশের বেশি।

বিটিআরসির হিসেব মতে, দেশের সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা আগস্ট শেষে হয়েছে শেষে সাড়ে ৫ কোটিতে দাঁড়িয়েছে । দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংকের গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ লাখে। অন্যদিকে রবি’র গ্রাহক সংখ্যা এখন ২ কোটি ৮৩ লাখ। এয়ারটেলের ৯৪ লাখ গ্রাহক।

তবে দেশের সবচেয়ে পুরনো ও একমাত্র সিডিএমএ অপারেটর সিটিসেলের গ্রাহক ২৭ হাজার কমে ১১ লাখ ৩৪ হাজার হয়েছে। রাষ্ট্রায়াত্ত কোম্পানি টেলিটকের গ্রাহক প্রায় দেড় লাখ কমে ৪০ লাখ ৭৯ হাজারে দাঁড়িয়েছে।

বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, আগস্টে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছিল ৫ কোটি ২২ লাখ ১৯ হাজার । যা এক মাস আগে (জুলাইয়ে) ছিল ৫ কোটি ৭ লাখ ৭ হাজার।

আর গত বছরের আগস্টের তুলনায় (এক বছরে) ইন্টারনেট গ্রাহক বেড়েছে ২৭ শতাংশের বেশি। সে সময় দেশে ইন্টারনেটের গ্রাহক সংখ্যা ছিল ৪ কোটি ৮ লাখ ৩২ হাজার।

বিটিআরসির সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, দেশে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে ৫ কোটি ৭ লাখ ৪৩ হাজার গ্রাহক। এ সংখ্যা জুলাইযের চেয়ে প্রায় ১৫ লাখ বেশি। অন্যদিকে ফিক্স ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক ( আইএসপি ও পিএসটিএন) গ্রাহক জুলাই মাসের তুলনায় প্রায় ১৫ হাজার বেড়ে ১৩ লাখ ৮ হাজার হয়েছে। তবে তারবিহীন ইন্টারনেট ব্যবহারকারী (ওয়াইম্যাক্স) ৬ হাজার কমে এক লাখ ৬৮ হাজারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৩১:৫৩   ২৬০ বার পঠিত