শুক্রবার, ২ অক্টোবর ২০১৫

‘পাকিস্তানের জঙ্গি তকমা পেল বাংলাদেশ’- সুরঞ্জিত

Home Page » আজকের সকল পত্রিকা » ‘পাকিস্তানের জঙ্গি তকমা পেল বাংলাদেশ’- সুরঞ্জিত
শুক্রবার, ২ অক্টোবর ২০১৫



158278_1

বঙ্গ-নিউজ ডটকমঃ

ক্রিকেট বিশ্বে পাকিস্তানের জঙ্গি ও সন্ত্রাসবাদের তকমা এখন বাংলাদেশ পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদ ও আমরা নগরবাসী’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। গত ২৯ সেপ্টেম্বর দুটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলার জন্য পাকিস্তান যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। কিন্তু নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর বাতিল করে অস্ট্রেলিয়া। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমরা আশা করেছিলাম, বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচগুলো খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কারণ আমাদের ক্রিকেট ভাগ্য ও বৃহস্পতি দুটোই এখন তুঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত খেলাটি হল না। কিন্তু খেলাটি কেন হল না, এ বিষয়টি আমাদের খতিয়ে দেখতে হবে।’ বাংলাদেশ নারী ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠানো নিয়ে সমালোচনা করে সুরঞ্জিত বলেন, ‘পাকিস্তান একটি সন্ত্রাস ও জঙ্গিবাদ আক্রান্ত দেশ। বিশ্বের কোনো দেশই সেখানে ক্রিকেট খেলতে যায় না। আমাদের কী দরকার ছিল সেখানে নারী টিমকে পাঠানো। কারণ বিশ্বের কোনো কিছুই রাজনীতি মুক্ত না। ক্রিকেট অঙ্গনেও এই রাজনীতি আছে।’ তিনি বলেন, ‘সিরিজটি বাতিল হওয়ায় পাকিস্তানের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের তকমা এখন আমাদের ওপর এসে গেল।

বাংলাদেশ সময়: ২১:৩৬:৩৬   ৩১৩ বার পঠিত