শুক্রবার, ২ অক্টোবর ২০১৫
অতিরিক্ত ঘুমকে ঝেড়ে ফেলার কয়েকটি উপায়
Home Page » এক্সক্লুসিভ » অতিরিক্ত ঘুমকে ঝেড়ে ফেলার কয়েকটি উপায়বঙ্গ-নিউজ ডটকমঃ
প্রতিদিন অফিসে লেট হয়ে যাচ্ছে। কিন্তু সকালে ঘুম ভেঙ্গে বিছানার আরাম থেকে ওঠাও তো এক বিশাল কাজ। জেনে নিন ঘুমের জাল ছিঁড়ে দ্রুত চাঙ্গা হবার কিছু উপায় সম্পর্কে… স্বাস্থ্যের প্রতি নজর দিন সকালে ঘুম থেকে উঠতে না পারা পেছনে স্বাস্থ্যগত কোনো সমস্যা থাকতে পারে। হয়তোবা আপনার খাদ্যভ্যাসে একটু পরিবর্তন আনতে হবে। হয়তোবা ব্যায়াম শুরু করতে হবে। এমনটাও হতে পারে যে আপনার স্বাস্থ্যে আরও বড় কোন জটিলতা দেখা দিয়েছে। হাতের নাগালে রাখুন এক গ্লাস পানি ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করাটা ঘুম তাড়াতে সহায়ক। যদি এতে কাজ না হয়, তাহলে এক কাপ কফি অথবা ক্যাফেইনেটেড কোনো পানীয় যেমন কোক বা মাউন্টেইন ডিউ রাখতে পারেন, তবে পানিটাই বেশি স্বাস্থ্যকর। বুদ্ধি খাটিয়ে অ্যালার্ম ঘড়িটাকে জায়গামত রাখুন অ্যালার্ম ঘড়িটাকে ঘরের বাইরে রাখুন, অথবা এতো দূরে রাখুন যাতে ওটাকে বন্ধ করতে হলে আপনাকে বিছানা থেকে উঠে হেঁটে যেতে হয়। এরপর আবার ফিরে এসে ঘুমানোর ইচ্ছে কমে যাবে আপনার। আগের রাত্রে ক্যাফেইন পান করবেন না শুধু ক্যাফেইন না, অ্যালকোহল জাতীয় কিছুও পান করবেন না। এগুলো শরীরে অনেকটা সময় ধরে থেকে যাবে এবং আপনার ঘুম নষ্ট করবে। সুগন্ধ বিছানার পাশে রাখুন পছন্দের কোনো এসেনশিয়াল অয়েলের কৌটা। ঘুম থেকে উঠে একটু শুঁকে নিন পছন্দের এই সুগন্ধি। ঘুম নিমিষেই উধাও হয়ে যাবে।
বাংলাদেশ সময়: ২১:২৫:৪৪ ৩২৮ বার পঠিত