শুক্রবার, ২ অক্টোবর ২০১৫
অস্ট্রেলিয়ার ছয়-আট মাসের মধ্যে বাংলাদেশ সফরের সম্ভাবনা নেই।
Home Page » ক্রিকেট » অস্ট্রেলিয়ার ছয়-আট মাসের মধ্যে বাংলাদেশ সফরের সম্ভাবনা নেই।বঙ্গ-নিউজ ডটকমঃ
নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে সফর তারা বাতিল করেনি। নিরপত্তা পরিস্থিতি ভাল হলে ভবিষ্যতে যে কোনো সময় তারা সফর করবে বলে আশ্বাস দিয়েছে। কিন্তু আগামী কতদিনের মধ্যে তারা বাংলাদেশ সফর করবে তা এখনও নিশ্চত নয়। তবে এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মুখপাত্র জালাল ইউনুস মনে করেন, আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের সম্ভাবনা নেই। কারণ, এই কয় মাসে অস্ট্রেলিয়া অন্য দেশের সঙ্গে দু’টি সিরিজ রয়েছে। অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তৃপক্ষ তাদের নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন কিছুই করার নেই বলে জানালেন তিনি। বিবিসি বাংলা’কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখপাত্র বলেন ‘এখন আমাদের আর কিছুই করার নেই। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। রাষ্ট্রীয় অতিথিদের মতো তাদেরকে নিরাপত্তা দেয়ার কথা বলেছি, আশ্বস্ত করেছি। তবে অস্ট্রেলিয়া টিম মনে করছে এই মুহূর্তে বাংলাদেশ সফর তাদের জন্য নিরাপদ নয়। তাই এই সফর সাময়িক স্থগিত করা হয়েছে।’ অস্ট্রেলিয়ার পররাষ্ট্র এবং বাণিজ্য বিষয়ক দফতর ক্রিকেট অস্ট্রেলিয়াকে বাংলাদেশে ‘নিরাপত্তা হুমকি’ নিয়ে ‘নির্ভরযোগ্য তথ্য’ দেবার পর তারা যাত্রা স্থগিত করে। এ বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘ঝুঁকির কথা তারা যেটা বলছে সেটা কিন্তু ২০১৪ সালের বিশ্বকাপের সময়ও ছিল। কিন্তু সেসময় আমরা ২৪ টা দলকে একসঙ্গে নিয়ন্ত্রণ করেছি। তাদেরকে প্রয়োজনীয় সব নিরাপত্তা দেয়া হয়েছিল এবং কোন ঘটনা ঘটেনি। লেভেল-২ অ্যালার্ট তখন ছিল, এখনও আছে।’ সামনে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার সিরিজ রয়েছে। তাই আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সম্ভাবনা নেই বলে মনে করেন জালাল ইউনুস। বলেন, ‘আমরা জানি না, তারা কোন ফাঁকে এখানে আসবে। আমরা এই মাসে আসার কোন সম্ভাবনা দেখছি না। অন্য কোন সিরিজ বাতিল করে যদি আসতে পারে সেটা হতে পারে। কিন্তু আমি আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে কোন সম্ভাবনা দেখছি না।’
বাংলাদেশ সময়: ২১:২২:০০ ২৮০ বার পঠিত