শুক্রবার, ২ অক্টোবর ২০১৫
স্কুলের ‘ফি’র জন্য প্রিন্সিপালের অপমান।
Home Page » আজকের সকল পত্রিকা » স্কুলের ‘ফি’র জন্য প্রিন্সিপালের অপমান।বঙ্গ-নিউজ ডটকমঃ
ভারতের তেলেঙ্গনা রাজ্যের করিমনগরে প্রিন্সিপালের অপমান সহ্য করতে না পেয়ে আত্মহত্যা করলেন এক স্কুল ছাত্র। তার নাম সতিশ (১৫)। তিনি দশম শ্রেণীর শিক্ষার্থী। দরিদ্র কৃষকের সন্তান আদিব স্কুলের বেতন ঠিকভাবে দিতে না পারায় প্রিন্সিপাল চড় মেড়েছেন। আর তার সঙ্গে আরো পাঁচজনকে রোদের মধ্যে বাইরে দাঁড় করিয়ে রেখেছেন। এই অপমানই সহ্য হয়নি সতিশের। এরপর পরিকল্পনা নিয়ে তার বাড়ি থেকে ২০ কিলোমিটার দূরে গিয়ে আত্মহত্যা করেন। সতিশ স্থানীয় পেদ্দাপল্লী বেসরকারি স্কুলে পড়তের। বুধবার প্রিন্সিপাল তাকে অপমান করে।সহ্য করতে না পেরে দুপুরের বিরতির সময় বাড়িতে এসে মোবাইল ফোনে সব ঘটনার কথা ভিডিও করে। এরপর একটি চিরকুট লিখে ঘরের টিভি সেটের কাছে রাখে। যাতে পিতা-মাতাকে উদ্দেশ করে লেখা ছিল, তাকে যেন খোঁজাখুঁজি না করা হয়। আর মোবাইলের ওই ভিডিওটি দেখতে বলা হয়। ওইদিন সন্ধ্যায় পুলিশ তর বাড়ি থেকে ২০ কিলোমিটার দূরে একটি মালগাড়ি থেকে তার লাশ উদ্ধার করে। বৃহস্পতিবার চিরকুট ও ভিডিও উদ্ধার করে তার লাশ শনাক্ত করে পরিবার। ভিডিওতে সতিশ বন্ধুবান্ধবকে বিদায় জানানোর পাশাপাশি বলেছিল, স্কুল ফি হিসেবে সে ইতোমধ্যে পাঁচ হাজার রুপি দিয়েছে। এর বেশি তার পরিবারের পক্ষে দেওয়া সম্ভব ছিল না।
বাংলাদেশ সময়: ২১:১২:৩৮ ২৬৮ বার পঠিত