শুক্রবার, ২ অক্টোবর ২০১৫

নিবন্ধন পরীক্ষায় মেধাতালিকা অনুযায়ী শিক্ষক নিয়োগ হবে।

Home Page » আজকের সকল পত্রিকা » নিবন্ধন পরীক্ষায় মেধাতালিকা অনুযায়ী শিক্ষক নিয়োগ হবে।
শুক্রবার, ২ অক্টোবর ২০১৫



ministry-of-education

বঙ্গ-নিউজ ডটকমঃ

দেশের ২৮ হাজার এমপিওভুক্ত স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চালু হচ্ছে নতুন নীতিমালা। এই সংশোধনীর ফলে শিক্ষক নিয়োগে নিবন্ধন সনদই চূড়ান্ত বলে গণ্য হবে। আর শিক্ষক নিয়োগ হবে নিবন্ধনের মেধাতালিকা অনুযায়ী। এ ছাড়া সংশোধনী বিধিমালায় নিবন্ধন সনদের মেয়াদ মাত্র তিন বছর করা হয়েছে। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালার সংশোধনী চূড়ান্ত করেছে। নতুন নিয়ম অনুসারে এখন থেকে শিক্ষকদের শূন্য পদের বিপরীতে চাহিদার ভিত্তিতে নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর ফলে পরিবর্তন আসছে নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রেও। যেখানে থাকবে এমসিকিউভিত্তিক প্রিলিমিনারি পরীক্ষা, ২০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা। তিনধাপে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী তালিকা তৈরি হবে। তবে একজন প্রার্থী লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় পৃথকভাবে কমপক্ষে ৪০ নম্বর না পেলে মেধাতালিকায় অন্তর্ভুক্তির সুযোগ পাবেন না। ইতিমধ্যে যাঁরা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সনদ পেয়েছেন তাঁরা যেহেতু মেধাতালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন না তাই আগামী তিন বছর কোনো প্রতিষ্ঠান চাইলে তাঁদেরকেও (পুরনো সনদধারীদের) নিয়োগ দিতে পারবে। কিন্তু তিন বছর পর এ সুযোগ আর থাকবে না।

বাংলাদেশ সময়: ১১:০৫:০৯   ২৮৯ বার পঠিত