বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
২১ লাখ টাকা জরিমানা সৌদি না ছাড়লে ।
Home Page » আজকের সকল পত্রিকা » ২১ লাখ টাকা জরিমানা সৌদি না ছাড়লে ।বঙ্গনিউজ ডটকমঃ
ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যদি কোনো হাজি সৌদি আরবে অবস্থান করেন, তাঁকে এক লাখ সৌদি রিয়াল (প্রায় ২১ লাখ টাকা) জরিমানা দিতে হবে বলে জানিয়েছে দেশটির অভিবাসন দপ্তর। মঙ্গলবার সৌদির অভিবাসন দপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের বরাত দিয়ে আরব নিউজ ডটকম এ তথ্য জানায়। প্রতিবেদনে জানানো হয়েছে, হজযাত্রীদের নিয়ে কাজ করে এমন সব কোম্পানি ও প্রতিষ্ঠানকে সতর্ক করে একটি নির্দেশনা দিয়েছে দেশটির জাতীয় অভিবাসন দপ্তর। দপ্তরের তরফে সংশ্লিষ্ট সব রিক্রুটিং প্রতিষ্ঠানকে হাজিদের নিজ নিজ দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে। এর কোনো ব্যত্যয় ঘটলে প্রত্যেককে এক লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। অবৈধভাবে অবস্থানকারীর অপরাধের মাত্রা বিবেচনায় নিয়ে এ জরিমানা আরো বাড়বে বরে আরও জানানো হয়েছে। এজন্য নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে সৌদি নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রতিবছর পবিত্র হজ পালন করতে সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ সৌদি আরবে যান। হজ পালন শেষে তাঁরা নিজ নিজ দেশে ফিরে আসেন। গত ২৪ সেপ্টেম্বর হজ পালন করতে ২০ লাখ মানুষ অংশ নেন। এর মধ্যে পদদলনের ঘটনায় প্রায় এক হাজার ১০০ হাজি নিহত হন।
বাংলাদেশ সময়: ১৬:৩০:৪৪ ৩৮১ বার পঠিত