বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
পশ্চিমারা ঢাকায় শঙ্কিত ।
Home Page » আজকের সকল পত্রিকা » পশ্চিমারা ঢাকায় শঙ্কিত ।বঙ্গ-নিউজ ডটকমঃ
এ অঞ্চলে পশ্চিমা স্বার্থগুলোকে লক্ষ্য করে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হামলার আশঙ্কায় উদ্বেগের প্রহর গুনছে ঢাকার পশ্চিমা দূতাবাসগুলো। এরই মধ্যে গত সোমবার ঢাকার গুলশানের কূটনৈতিকপাড়ায় ইতালির একজন ত্রাণকর্মী দুর্বৃত্তদের হামলায় নিহত হওয়ায় তাদের উদ্বেগ ও শঙ্কা আরো বেড়েছে। পশ্চিমা দূতাবাসগুলো তাদের কর্মকর্তা ও পরিবারের সদস্যদের চলাফেরা সীমিত করার পাশাপাশি ওই দেশগুলোর নাগরিকদের উচ্চমাত্রার সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া বলেছে, বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি আছে এবং এ মাসের শেষ দিকেই এ দেশে পশ্চিমা স্বার্থগুলোর ওপর হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা। গত সোমবার ইতালির নাগরিক সিজারে তাভেল্লা হত্যাকাণ্ডের পর ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র ন্যান্সি ভ্যান হর্ন গতকাল মঙ্গলবার বিকেলে কালের কণ্ঠকে জানান, বাংলাদেশে অব্যাহত ঝুঁকি ও ইতালির একজন নাগরিক হত্যার বিষয়ে তাঁরা বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে শক্তিশালী আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদার হিসেবে বিবেচনা করে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে একজন ইতালীয় নাগরিক হত্যার বিষয়ে অবগত। নিহতের পরিবার, বন্ধু ও ইতালির প্রতি যুক্তরাষ্ট্র গভীর সমবেদনা জানায়।
এর আগে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস গত সোমবার তার নাগরিকদের দুই দফা নিরাপত্তা বার্তা দেয়। প্রথমটিতে বলা হয়, ‘বাংলাদেশে অস্ট্রেলিয়ার নিরাপত্তা স্বার্থগুলোকে লক্ষ্য করে জঙ্গিরা পরিকল্পনা করে থাকতে পারে বলে বিশ্বাসযোগ্য নতুন তথ্য আছে। এ ধরনের হামলা যদি হয়, তবে তা যুক্তরাষ্ট্রের নাগরিকসহ অন্য বিদেশিদের ওপরও হতে পারে।’
ওই বার্তায় আরো বলা হয়, ‘ক্রমবর্ধমান ঝুঁকির আলোকে আন্তর্জাতিক হোটেলের অনুষ্ঠানসহ বিদেশিদের সমাগম হয় এমন অনুষ্ঠানগুলোতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের যোগ দেওয়া সীমিত করার কথা বিবেচনা করা উচিত। রেস্তোরাঁ, হোটেল ও বিদেশিরা প্রায়ই যায় এমন স্থানগুলোসহ জনসমাগমস্থলগুলোতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের উচ্চমাত্রায় সতর্কতা, পরিস্থিতি সম্পর্কে সাবধানতা ও সচেতনতা অবলম্বন করা উচিত।’
যুক্তরাষ্ট্র দূতাবাস তার নাগরিকদের নিরাপত্তা বার্তায় আরো জানায়, ‘দক্ষিণ এশিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলো এ অঞ্চলে, সম্ভবত যুক্তরাষ্ট্র সরকারের স্থাপনা, যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্বার্থে হামলার পরিকল্পনা করে থাকতে পারে- এমন তথ্য যুক্তরাষ্ট্র সরকার অব্যাহতভাবে পেয়ে আসছে। যুক্তরাষ্ট্রের নাগরিক অবস্থান বা পশ্চিমারা সমবেত হয় বা যায় বলে পরিচিত এমন স্থানগুলোতে সন্ত্রাসীরা হামলা চালানোর আগ্রহ ও সক্ষমতা দেখিয়েছে। তাই আঞ্চলিক নিরাপত্তা দপ্তরের অনুমতি না থাকলে যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তাদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আন্তর্জাতিক হোটেলের অনুষ্ঠানসহ বড় ধরনের জনসমাগমে অংশ নেওয়া নিষিদ্ধ করা হলো।’
যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশে তার নাগরিকদের বা বাংলাদেশ সফরে আগ্রহী আমেরিকানদের স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সজাগ এবং ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে উচ্চমাত্রার সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে জনসমাগমের স্থানগুলো এড়িয়ে চলা, যে স্থানে যাবে সে সম্পর্কে জানা ও বিক্ষোভ বা সহিংসতা হলে কী করবে সে বিষয়ে পরিকল্পনা করা, নিজ নিজ এলাকায় নিরাপদ স্থান যেমন পুলিশ স্টেশন, হাসপাতাল, সরকারি ভবনগুলো সম্পর্কে জানা এবং প্রয়োজনের সময় সেখানে দ্রুত পৌঁছার উপায় ঠিক করা, কোথায় যাবে ও কখন ফিরবে সে বিষয়ে সহকর্মী বা প্রতিবেশীদের জানানো, জনসমাগমে নিজেকে গুটিয়ে রাখা, জরুরি প্রয়োজনীয় নম্বরগুলো মোবাইল ফোনে রাখা, ব্যক্তিগত নিরাপত্তা উদ্বেগের পরিপ্রেক্ষিতে কর্মসূচি স্থগিত বা বাতিলে প্রস্তুত থাকা এবং উদ্বেগ থাকলে নিকটস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেটে তা জানাতে যুক্তরাষ্ট্র দূতাবাস পরামর্শ দিয়েছে।
সোমবার আরো পরের দিকে ইতালির নাগরিক নিহত হওয়ার পর ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস তার নাগরিকদের দ্বিতীয় নিরাপত্তা বার্তায় জানায়, ‘ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের তাদের নিরাপত্তা অভ্যাস পুনর্বিবেচনা এবং অপরিহার্য হলে প্রয়োজনীয় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছে। সব সময়ের মতো আপনারা নিজেদের নিরাপত্তার বিষয়ে সজাগ এবং স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে সতর্ক থাকুন। আপনাদের নিরাপত্তা ও পরিস্থিতি বিষয়ে উচ্চমাত্রার সজাগ থাকতে সব সময় পরামর্শ দেওয়া হয়।’
যুক্তরাষ্ট্র দূতাবাসের ওই নিরাপত্তা বার্তায় গুলশানে ইতালীয় নাগরিকের ওপর হামলার পরিপ্রেক্ষিতে পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল পর্যন্ত দূতাবাসের কর্মীদের নিজ নিজ স্থানে আশ্রয় নিতে বলা হয়। ঢাকায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল গতকাল বন্ধ ছিল; যুক্তরাষ্ট্র দূতাবাস খোলা ছিল। তবে যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের চলাফেরা সীমিত রাখতে বলা হয়েছে।
ঢাকায় বিদেশি কূটনীতিক সম্প্রদায় জানায়, ইতালির নাগরিক হত্যাকাণ্ডকে তাঁরা প্রথমে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই ধরে নিয়েছিলেন। কিন্তু পরে আইএস হত্যার দায় স্বীকারের পর তাঁরা চিন্তিত হয়ে পড়েছেন। বিষয়টিকে তাঁরা এখন খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছেন।
এ ছাড়া গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক সংবাদ সম্মেলনে জানায়, বাংলাদেশও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে রয়েছে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নির্ধারিত বাংলাদেশ সফরের প্রাক্কালে এ সপ্তাহের শুরুতে ওই দেশটির পক্ষ থেকে নিরাপত্তা উদ্বেগের কথা জানানোর পরই ঝুঁকির বিষয়টি প্রকাশ্যে আসে। নিরাপত্তা পরিস্থিতি দেখতে ওই দেশটির ক্রিকেট বোর্ডের নিরাপত্তা শাখার প্রধান শ্যান ক্যারল বাংলাদেশে এসে নিরাপত্তাসংশ্লিষ্টদের সঙ্গে বিশদ আলোচনা করেন।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গত শুক্রবার প্রকাশিত তথ্যে বলা হয়, জঙ্গিরা বাংলাদেশে অস্ট্রেলিয়ার স্বার্থে আঘাত হানার পরিকল্পনা করে থাকতে পারে বলে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলেও ওই বার্তা অপরিবর্তিত ছিল। অস্ট্রেলিয়া বাংলাদেশে অস্ট্রেলীয় নাগরিকদের উচ্চমাত্রায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। বিশেষ করে চলতি সেপ্টেম্বর মাসের শেষ দিকে বাংলাদেশে অস্ট্রেলীয় কর্মকর্তাদের বিদেশিদের সমাগমের স্থান এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ প্রসঙ্গে আরো বলা হয়েছে, ‘বাংলাদেশে সন্ত্রাসের উচ্চমাত্রার ঝুঁকি আছে। বাংলাদেশ অতীতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার শিকার হয়েছে এবং বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো জঙ্গি ও সন্ত্রাসী সংগঠনসংশ্লিষ্টদের গ্রেপ্তার করা অব্যাহত রেখেছে। ওই গোষ্ঠীগুলোর কারো কারো পশ্চিমাবিরোধী মনোভাব আছে। পশ্চিমা স্বার্থের বিরুদ্ধে এ দেশে আরো হামলা হতে পারে।’
যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও গত সোমবার হালনাগাদ করা তথ্যে এ মাসের শেষ দিকে বাংলাদেশে পশ্চিমা স্বার্থের বিরুদ্ধে জঙ্গি হামলার আশঙ্কা স্থান পেয়েছে। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন গতকাল এক বিবৃতিতে বলেন, ইতালির ত্রাণকর্মী সিজারে তাভেল্লাকে হত্যার খবর জেনে তিনি হতাশ। গিবসন বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে অসহায় মানুষকে সহায়তায় কাজ করা একজন ত্রাণকর্মীকে হত্যা ভয়ংকর ও কাপুরুষোচিত অপরাধ। তেভেল্লার পরিবার ও স্বজনদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই।’
কানাডার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশজুড়ে ভ্রমণের বিষয়ে কোনো বিশেষ পরামর্শ নেই। তবে ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতির কারণে উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন করা উচিত।
সন্ত্রাসবাদ প্রসঙ্গে কানাডা বলেছে, বাংলাদেশে সন্ত্রাসের ঝুঁকি আছে। চলতি সেপ্টেম্বর মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য সরকার তাদের নাগরিকদের জানিয়েছে যে বাংলাদেশে পশ্চিমা স্বার্থের বিরুদ্ধে জঙ্গি হামলার পরিকল্পনার বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য আছে। হামলার আশঙ্কা এড়িয়ে দেওয়া যায় না এবং এ হামলা হতে পারে বাছবিচারহীন। যেকোনো সময় সন্ত্রাসী হামলা হতে পারে এবং বিদেশি পর্যটক ও প্রবাসীরা সাধারণত বেশি যায় এমন এলাকা হামলার লক্ষ্য হতে পারে।
এদিকে ইতালির ত্রাণকর্মী সিজারে তাভেল্লা নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদোন গতকাল এক বিবৃতিতে সিজারে তাভেল্লাকে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার তীব্র নিন্দা জানান এবং বর্বর এ আগ্রাসনের দ্রুত তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আহ্বান জানান। তিনি তাভেল্লার পরিবার, সহকর্মী ও বন্ধুদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ‘বাংলাদেশে ইইউ প্রতিনিধিদলের সব সদস্য আমার সঙ্গে দুঃখ প্রকাশ করছে এবং নিহতের প্রিয়জনদের প্রতি সহমর্মিতা জানাচ্ছে।’
তিনি আরো বলেন, সিজারে তাভেল্লা সবচেয়ে দরিদ্রদের সহযোগিতার জন্য বাংলাদেশে এসেছিলেন। এ কারণে তাঁকে হত্যার বিষয়টি আরো ভয়ংকর।
জানা গেছে, ঢাকায় ইতালির দূতাবাসও বাংলাদেশ সরকারের কাছে সিজারে তাভেল্লা হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের প্রত্যাশা ব্যক্ত করেছে। ইতালির দূতাবাস গতকাল তার নাগরিকদের জানায়, ‘ঢাকার গুলশানের কূটনৈতিকপাড়ায় ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সন্ত্রাসী হামলা চালিয়ে ত্রাণকর্মী সিজারে তাভেল্লাকে হত্যার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।’
ইতালি দূতাবাস আরো জানায়, আইএসের ওই হত্যার দায় স্বীকারের বিষয়টিও এখনো যাচাই করা যায়নি। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতালি দূতাবাস তার নাগরিকদের হোটেল, রেস্তোরাঁ, ক্লাব ও আন্তর্জাতিক স্কুল এবং বিদেশিদের সমাগম হয় বা প্রায়ই বিদেশিরা যায় এমন স্থানগুলো এড়িয়ে চলার আহ্বান জানায়।
এদিকে ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্তিলিয়োনি দেশটির জাতীয় সংবাদ সংস্থা আনসাকে বলেছে, আইএসসংশ্লিষ্ট গোষ্ঠী বাংলাদেশে ইতালির এক নাগরিককে হত্যার যে দাবি করেছে, তাঁর দপ্তর এর সত্যতা যাচাই করার কাজ করছে।
ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাস গতকাল বিকেলে সিজারে তাভেল্লার ওপর হামলার তীব্র নিন্দা জানায়। দূতাবাস একই সঙ্গে বর্বর ওই আগ্রাসনের দ্রুত তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানায়। নেদারল্যান্ডস দূতাবাসের কর্মীরা সিজারে তাভেল্লার পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে। তাভেল্লা নেদারল্যান্ডসভিত্তিক এনজিও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (ইক্কো) খাদ্য নিরাপত্তাবিষয়ক একটি প্রকল্পের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি চমৎকার কাজ করেছেন। সবাই তাঁকে বেশ পছন্দ ও সম্মান করত।
ঢাকায় স্পেন দূতাবাসসহ অন্য পশ্চিমা কূটনৈতিক মিশনগুলোও তাদের নাগরিকদের চলাফেরার বিষয়ে সতর্ক করেছে। নিরাপত্তার শঙ্কার কারণে ঢাকায় বিদেশি কয়েকটি ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল বন্ধ ছিল।
নিরাপত্তা নিয়ে শঙ্কার নেপথ্যে : অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকরা আস্থাশীল হলেও হঠাৎ কেন এত শঙ্কা- জানতে চাইলে ঢাকার এক পশ্চিমা কূটনীতিক গতকাল সকালে কালের কণ্ঠকে বলেন, সন্ত্রাসবাদ কোনো একক দেশের সমস্যা নয়, সারা বিশ্বের সমস্যা। ২০১২ সালে লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কম্পাউন্ডে সন্ত্রাসী হামলার পর বিদেশে কূটনীতিক ও নাগরিকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয় এবং বিশ্বাসযোগ্য যেকোনো আশঙ্কাকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়।
তিনি বলেন, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকে। সে অনুযায়ী ওই দেশগুলোর নাগরিকরা বাংলাদেশে তাদের ভ্রমণ পরিকল্পনা ও দৈনন্দিন কর্মসূচি প্রণয়ন করবে বলে আশা প্রকাশ করা হয়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। নাগরিকদের নিরাপদ রাখতেই এ উদ্যোগ।
বাংলাদেশ সময়: ১১:২৭:০৩ ৪৩৭ বার পঠিত