বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫

দলে ফিরলেন সুনীল নারিন

Home Page » ক্রিকেট » দলে ফিরলেন সুনীল নারিন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫



বঙ্গ-নিউজ ডটকমঃ

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন অফ স্পিনার সুনিল নারিন। অক্টোবরে ক্যারিবিয়দের শ্রীলঙ্কা সফরের দলে রাখা হয়েছে তাকে। অবৈধ্য বোলিং অ্যাকশনের সমস্যায় নিজেকে ২০১৫ বিশ্বকাপ থেকে প্রত্যাহার করেছিলেন নারিন। বিশ্বকাপের ওয়ানডে দলে আটটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। পিঠের অস্ত্রোপচারের কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নেই ক্রিস গেইল। ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ড্যারেন স্যামি, লেন্ডল সিমন্স, সুলিমান বেন, শেলডন কটরেল, নিকিতা মিলার, কেমার রোচ ও ডোয়াইন স্মিথ।
ওয়ানডে দলে ডাকা হয়েছে দেবেন্দ্র বিশু, জারমেইন ব্ল্যাকউড, কার্লোস ব্রাথওয়েট, আন্দ্রে ফ্লেচার, জ্যাসন মোহাম্মদ, রবি রামপাল, নারিন ও ড্যারেন ব্রাভোকে। বিশ্বকাপের সময় ইনজুরিতে পড়েছিলেন ব্রাভো। ওয়ানডের মতো টি-টোয়েন্টি দলেও ফিরেছেন তিনি।
অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ও কাইরল পোলার্ড ওয়ানডে দলে উপেক্ষিতই রয়েছেন। তাদের ব্যাপারে কথা বলেই চাকরি হারিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। তিনি বলেছিলেন, বাইরের হস্তক্ষেপে এই দুই অলরাউন্ডারকে ওয়ানডে দলে রাখা হয়নি। এরপর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সিমন্সকে বরখাস্ত করে। এই দুই খেলোয়াড়কেই রাখা হয়েছে টি-টোয়েন্টি দলে। নির্বাচকরা বিশ্বকাপের দলে আসলে বড় পরিবর্তন এনেছেন। গ্রুপ পর্বে দলটিকে খুব ভুগতে হয়েছিল। এরপর কোয়ার্টার ফাইনালে তারা হারে নিউজিল্যান্ডের কাছে।
টি-টোয়েন্টি দলেও কম পরিবর্তন আনেন নি নির্বাচকরা। তারা দলে এনেছেন স্যামুয়েল বদ্রি, ড্যারেন ব্রাভো, জোনাথন কার্টার, জনসন চার্লস, নারিন, রবি রামপাল ও জেরোম টেইলরকে। আর বাদ পড়েছেন সুলিমান বেন, কার্লোস ব্রাথওয়েট, শেলডন কটরেল, ক্রিস গেইল, অ্যাশলে নার্স, লেন্ডল সিমন্স ও ডোয়াইন স্মিথ।

ওয়ানডে দল: জ্যাসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জারমেইন ব্লাকউড, কার্লোস ব্রাথওয়েট, ড্যারেন ব্রাভো, জোনাথন কার্টার, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, জ্যাসন মোহাম্মদ, সুনিল নারিন, দিনেশ রামদিন, রবি রামপাল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, জেরোম টেইলর।

টি-টোয়েন্টি দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, ড্যারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভো, জোনাথন কার্টার, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, জ্যাসন হোল্ডার, সুনিল নারিন, কাইরন পোলার্ড, দিনেশ রামদিন, রবি রামপাল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, জেরোম টেইলর।

বাংলাদেশ সময়: ১১:১৫:১৬   ৩৯৯ বার পঠিত