বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫

বিদেশি নাগরিক হত্যায় সতর্কতা অনাকাঙ্খিত।

Home Page » আজকের সকল পত্রিকা » বিদেশি নাগরিক হত্যায় সতর্কতা অনাকাঙ্খিত।
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫



বঙ্গ-নিউজ ডটকমঃ

জঙ্গি হামলার তথ্য থাকার কথা বলে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র বাংলাদেশে তাদের নাগরিকদের সতর্ক করায় বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ অধিবেশন উপেলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী বলেছেন, এই নিউ ইয়র্ক শহরেও আওয়ামী লীগ নেতা নজমুলকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাই বলে কি এই সিটিতে রেড অ্যালার্ট জারি করেছিল? ঢাকার কূটনীতিক পাড়া গুলশানে ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লাকে গুলি করে হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন শেষ হাসিনা। প্রধানমন্ত্রী স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর থেকে নিউইয়র্ক রয়েছেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশই শুধু নয়, এখন বিশ্বব্যাপী এমন সন্ত্রস্ত পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ শান্তিতে বিশ্বাস করি। আমরা কোনো জঙ্গিবাদে বিশ্বাস করি না। যুক্তরাষ্ট্র সফরের ব্যস্ত সূচির মধ্যে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় জাতিসংঘে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে আসেন প্রধানমন্ত্রী। সেখানে তাভেল্লা হত্যাকাণ্ড, জঙ্গিবাদের শঙ্কা, বাংলাদেশের রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশি নাগরিক হত্যার পরপরই দূতাবাসগুলো রেড এলার্ট জারি করলো। আর আমরা বিএনপির এক নেতাকে তৎপর দেখলাম। তাতে সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনা বেরিয়ে আসতে পারে। ঢাকায় ফিরেই এই ব্যবস্থা আমি নিবো। শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত রাজনৈতিক দল। তারা রাজনীতি করতে পারে। কিন্তু বিএনপি-জামায়াত এখন জঙ্গিগোষ্ঠীতে পরিণত হয়েছে। তারা মানুষ খুন করে একটা অস্বাভাবিক অবস্থা সৃষ্টি করতে চায়। দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত বিদেশি নাগরিককে হত্যা করতে পারে।

উল্লেখ্য, মঙ্গলবার ঢাকার একটি কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ওই বিষয়ে কথা বলেন। তিনি বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জুজুর শিকার হয়েছে বলে মন্তব্য করে বলেন, সরকার পশ্চিমা বিশ্বের কাছে মৌলাবাদের কথা বলে যে খাল কেটেছে সেখানেই তারা ডুবেছে। তার প্রমাণ পেয়ে গেছে, গতকাল রাতে নিরপরাধ বিদেশি নাগরিক হত্যার মাধ্যমে।

বাংলাদেশ সময়: ১১:১২:৪৭   ৩৮৮ বার পঠিত