মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫

শক্তিশালী হচ্ছে ‘অপেরা’ ব্রাউজার।

Home Page » এক্সক্লুসিভ » শক্তিশালী হচ্ছে ‘অপেরা’ ব্রাউজার।
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫



বঙ্গ-নিউজ ডটকমঃ

ইন্টারনেট দুনিয়ার অন্যতম জনপ্রিয় ‘অপেরা’ সফটওয়্যার নতুন রূপে ফিরছে। নতুন লুকের সঙ্গে পাওয়া যাবে নতুন স্বাদ। অপেরা মূলত যে সেবা দিতে চায়, এবার সেই চিত্রটি সত্যিকার অর্থে পরিষ্কার হয়ে উঠবে। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়, এবার অপেরা ব্র্যান্ডের একটা স্থায়ী চেহারা প্রয়োজন। ব্যবহারকারীরা যেন পরিপূর্ণ অভিজ্ঞতা পান তার ব্যবস্থা করা হয়েছে।
এ পরিকল্পনার আওতায় নতুন লোগো তৈরি হয়েছে। আগের মতোই ইংরেজি ‘ও’ বর্ণের লাল সংস্করণ করা হয়েছে এতে। এটা একটা পোর্টাল যার মাধ্যমে খুব দ্রুত ইন্টারনেটের সংযোগ পাওয়া যাবে। এবারের লোগোটা ত্রিমাত্রিক বর্ণতে বানানো হয়েছে। নতুন অপেরায় রয়েছে আরো বেশি মজা, আরো বেশি কনটেন্ট, আরো বেশি ডেটা সেভিংস এবং আরো বেশি বেশি অনেক কিছু। নতুন পরিকল্পনার মাধ্যমে অপেরা পরিবার আরো শক্তিশালী এবং বড় হচ্ছে। এর মাধ্যমে অপেরা কেবলমাত্র একটি সফটওয়্যার কম্পানিই থাকছে না।

বর্তমানে প্রতি মাসে ১০০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী অপেরা ব্যবহার করেন। নতুন ব্র্যান্ড অপেরার ইন-হাউজ ক্রিয়েটিভ টিম এবং দুটো স্বাধীন এজেন্সির মাধ্যমে পরিচালিত হবে। গ্লোবাল ব্র্যান্ড হিসেবে একে ছড়িয়ে দিতে যত কৌশলগত উপায় নিয়ে কাজ করবে ব্রিটেন-ভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিক্সনবাকসি’। আর ভিজ্যুয়াল আইডেন্টিটি নিয়ে কাজ করবে নরওয়ের প্রতিষ্ঠান ‘অ্যান্টি’।

বাংলাদেশ সময়: ২০:০২:৫১   ৪০৩ বার পঠিত