মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
শরণার্থী ক্যাম্পে ইন্টারনেট, সাহায্য করবে ফেসবুক।
Home Page » ফিচার » শরণার্থী ক্যাম্পে ইন্টারনেট, সাহায্য করবে ফেসবুক।বঙ্গ-নিউজ ডটকমঃ
শরণার্থী ক্যাম্পগুলোতে ইন্টারনেট সেবা দিতে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। নিউইয়র্কে জাতিসংঘের একটি ফোরামে তিনি এই ঘোষণা দেন। জুকারবার্গ বলেন, এতে শরণার্থীদের নানা সাহায্য পাওয়া এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে সুবিধা হবে।
তিনি আরও বলেন, ফেসবুক একটি নতুন প্রচারণার অংশ হবে যেটা হবে আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের সবার কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া।
‘কানেক্টিভিটি ডিক্লেরাশন’ নামে ওই প্রচারণায় স্বাক্ষর করেছেন রকস্টার বনো, অভিনেত্রী শার্লিজ থেরন, বিল গেটস, রিচার্ড ব্রানসন ও উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলসের মতো বড় বড় তারকারা
বাংলাদেশ সময়: ১৯:৫৯:৩১ ৩৮৪ বার পঠিত