মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
বিএনপির বিক্ষোভে যোগ দেওয়ার খবর ভুয়া
Home Page » আজকের সকল পত্রিকা » বিএনপির বিক্ষোভে যোগ দেওয়ার খবর ভুয়াবঙ্গনিউজ ডটকমঃ
জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সময় বাইরে বিএনপির বিক্ষোভে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের যোগ দেওয়ার যে খবর এসেছে, তা ভুয়া বলে দাবি করা হয়েছে ইউনূস সেন্টারের পক্ষ থেকে।
রোববার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে বিএনপির বিক্ষোভে যোগদানের খবরের প্রতিক্রিয়ায় সোমবার ইউনূস সেন্টারের একটি বিবৃতি পাঠিয়েছে গণমাধ্যমে।
এতে বলা হয়েছে, কয়েকটি সংবাদ মাধ্যমে খবরএসেছে যে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে বিএনপির বিক্ষোভে যোগ দিয়েছেন, এটা পুরোপুরি ভিত্তিহীন।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ইউনূস বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন, তার এই সফর নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনাও চলছে।
ইউনূস সেন্টারের বিবৃতিতে বলা হয়, “অধ্যাপক ইউনূস একটি সভা থেকে আরেকটি সভায় যেতে জাতিসংঘ সদর দপ্তরের পাশের রাস্তা ধরে হাঁটছিলেন। তখন তিনি একটি জটলা অতিক্রম করেন, যেখানে একদল বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। তিনি না থেমেই তার গন্তব্যে চলে যান, যেখানে তার বক্তব্য শোনার অপেক্ষায় ছিল শ্রোতারা।”
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে সরানোর পর থেকে ইউনূসের সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের টানাপোড়েন চলছে।
ইউনূসকে ইঙ্গিত করে নানা তীর্যক মন্তব্য সরকারের কর্তাব্যক্তিদের কাছ থেকে আসছে। অন্যদিকে বিএনপি ইউনূসের পক্ষে দাঁড়িয়ে বলছে, আওয়ামী লীগ মানী লোকের অসম্মান করছে।
বাংলাদেশ সময়: ১৯:২৮:২৬ ৩৭০ বার পঠিত