রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫
মেডিক্যালে ভর্তি পরীক্ষার পাসের হার ৫৮.৪ শতাংশ
Home Page » আজকের সকল পত্রিকা » মেডিক্যালে ভর্তি পরীক্ষার পাসের হার ৫৮.৪ শতাংশবঙ্গনিউজ ডটকমঃ
মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করে। এতে পাসের হার ৫৮ দশমিক চার শতাংশ। বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কথা থাকলেও প্রকাশ করা হয় পৌনে ১টার দিকে। অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার মেডিক্যাল ও ডেন্টাল কলেজে মোট পরীক্ষার্থী ছিল ৮২ হাজার ৯৬৪ জন। এর মধ্যে পাস করেছেন ৪৮ হাজার ৪৪৮ জন। উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ নম্বর ছিল ৯৪ দশমিক ৭৫। সর্বনিম্ন নম্বর ৭৭ দশমিক ৪০। সরকারি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা ৩১৬২টি, সরকারি ডেন্টালে ৫৩২টি, বেসরকারি মেডিক্যাল কলেজে ছয় হাজার ও বেসরকারি ডেন্টালে আসন সংখ্যা ১৩৫৫টি।
এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সারা দেশে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করছেন মেডিক্যালে ভর্তীচ্ছুরা। তাদের দাবি, গত শুক্রবার অনুষ্ঠিত ওই পরীক্ষার ফলাফল স্থগিত করে পুনরায় পরীক্ষা নিতে হবে। পাশাপাশি প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। তারা জানান, পরীক্ষার দিন সকালে ও আগের রাতে ফেসবুকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) এ বি এম আবদুল হান্নান অভিযোগ অস্বীকার করে বলেছেন, পরীক্ষার পর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলা যৌক্তিক নয়।
বাংলাদেশ সময়: ১৭:৩৫:৪৩ ৩৫০ বার পঠিত