রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫
আরও ১০ হাজার শরণার্থী অস্ট্রিয়ায় ।
Home Page » আজকের সকল পত্রিকা » আরও ১০ হাজার শরণার্থী অস্ট্রিয়ায় ।বঙ্গনিউজ ডটকমঃ
অস্ট্রিয়ায় নতুন করে শরণার্থীদের ঢল নেমেছে। শনিবার কমপক্ষে ১০ হাজার শরণার্থী দেশটিতে পৌঁছেছে। এদিকে শরণার্থীদের নিয়ে ক্রমবর্ধমান সংকট কিভাবে মোকাবেলা করা হবে তা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর মধ্যে তিক্ত বিরোধ বিরাজ করছে।
ক্রোয়েশিয়া শরণার্থীদের প্রথমে হাঙ্গেরি ঠেলে দিচ্ছে। এরপর হাঙ্গেরি জাহাজে করে তাদেরকে অস্ট্রিয়ায় পাঠিয়ে দিচ্ছে। গত বুধবার থেকে ক্রোয়েশিয়ায় ২০ হাজার লোক এসে পৌঁছেছে বলে জানানো হয়েছে। ক্রোয়েশিয়া বলেছে, এত বেশি সংখ্যক শরণার্থী মোকাবেলায় তারা অক্ষম। এরপর দেশটি অন্যান্য দেশে শরণার্থীদের ঠেলে দেয়া শুরু করে। এদিকে নিবন্ধন ছাড়াই শরণার্থীদের সীমান্তের দিকে ঠেলে দেয়ার পর ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লংঘনের অভিযোগ করেছে হাঙ্গেরি।
তবে কয়েক শরণার্থী বলেছে, হাঙ্গেরিও তাদের নাম নিবন্ধন করেনি।
অস্ট্রিয়া পুলিশ শনিবার জানায়, কমপক্ষে ১০ হাজার শরণার্থী ঢুকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অস্ট্রিয়া রেডক্রসের প্রধান গেরি ফইটিক পরে অস্ট্রিয়া প্রেস এজেনতুর (এপিএ) কে জানায়, একদিনে ১২ থেকে ১৩ হাজার শরণার্থী দেশটিতে ঢুকেছে।
অস্ট্রিয়ার বার্গেনল্যান্ড রাজ্যের পুলিশ প্রধান ক্রিস্টিন স্টেলা বলেন, হাঙ্গেরি জোরালোভাবে সতর্ক করেনি।
অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী জোহানা মিক-লেইতনার প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে ইইউ’র নীতি অনুসরণে ব্যর্থতার অভিযোগ করেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, শরণার্থীরা ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়া হয়ে এদেশে আসছেন।
হাঙ্গেরি থেকে অস্ট্রিয়ার হেলিগেনক্রুজ শহরে ঢোকা এক শরণার্থী বলেন, ‘আমার মনে হচ্ছে, নতুন করে আমার জন্ম হয়েছে। আমার দেরি হয়েছে কিংবা আমি দুই দিন ধরে এখানে রয়েছি-এটা কোন ব্যাপার না। গুরুত্বপূর্ণ হল, অবশেষে আমি পৌঁছেছি এবং এখন আমি নিরাপদ।’
গত বুধবার থেকে ২০ হাজার শরণার্থী ক্রোয়েশিয়া ঢুকেছে। প্রথমে শরণার্থীদের স্বাগত জানানো হলেও পরে দেশটি জানায়, শরণার্থীর সংখ্যা অতিরিক্ত হয়ে গেছে।
প্রধানমন্ত্রী জোরান মিলানোকোভিক হাঙ্গেরির সঙ্গে কোন চুক্তি না হওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমরা শরণার্থীদের সেখানে যেতে বাধ্য করছি এবং আমরা তা অব্যাহত রাখবো।’
শরণার্থীদের নিবন্ধন না করে ক্রোয়েশিয়া আন্তর্জাতিক আইন লংঘন করেছে অভিযোগ করে হাঙ্গেরি সরকার বলেছে, উত্তর ইউরোপের দিকে পাঠানোর আগে হাঙ্গেরিতে সবার নিবন্ধন করা হবে।
তবে হাঙ্গেরি হয়ে অস্ট্রিয়ায় আসা কয়েকজন জানান, হাঙ্গেরিতেও তাদের নিবন্ধন করা হয়নি। তারা বাসে চেপে একটি রেলস্টেশনে নেমে পায়ে হেঁটে অস্ট্রিয়ায় ঢুকেছেন।
হাঙ্গেরি সরকারের এক মুখপাত্র এর সত্যতা নিশ্চিত করেননি। তবে তিনি বলেছেন, শরণার্থীদের নিবন্ধন করানোর নীতি গ্রহণ করা হলেও তাদেরকে বাধ্য করা হবে না।
একদিকে ক্রোয়েশিয়া থেকে আসা শরণার্থীদের হাঙ্গেরি পরিবহণ করছে, অন্যদিকে সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে যা শিগগিরই শেষ হবে। দেশটি জানিয়েছে, কাঁটাতারের বেড়া তৈরির কাজ শেষ হলে চলতি সপ্তাহের শুরুতে সার্বিয়ার সঙ্গে সীমান্ত যেমন কড়াকড়ি আরোপ করা হয়েছিল এখানেও তাই করা হবে।
বাংলাদেশ সময়: ১৭:৩১:১৫ ৩৬৫ বার পঠিত