রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫

জনগনের সেবক হিসেবে কাজ করছে সরকার।

Home Page » আজকের সকল পত্রিকা » জনগনের সেবক হিসেবে কাজ করছে সরকার।
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫



 

বঙ্গনিউজ ডেস্কঃ

শাসক নয়, জনগনের সেবক হিসেবে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চুক্তি স্বাক্ষর করে শুধু বসে থাকলে হবে না, অগ্রাধিকার ভিত্তিতে তা বাস্তবায়ন করে উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে হবে বলেও তিনি জানান।
রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্ম-পরিকল্পনা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সচিবদের উদ্দেশ্যে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আগামী ৩ বছরের মধ্যে এমন জায়গায় যেতে হবে, যাতে আর কেউ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।

তিনি আরো বলেন, সরকার পরিবর্তনশীল। তাই দেশের উন্নয়নের ধারা বজায় রাখার দায়িত্ব প্রজাতন্ত্রের কর্মচারীদের। প্রধানমন্ত্রী জানান, গ্রামের মানুষের জীবনযাত্রার মান না বাড়াতে পারলে রাজনীতি মূল্যহীন।

শেখ হাসিনা বলেন, শাসক হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করছে সরকার।

অনুষ্ঠানে ৪৮টি মন্ত্রণায়লয়ের সচিব উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী জানান, উন্নয়ন বৈষম্য কমানের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।

বাংলাদেশ সময়: ১২:৪৮:০৭   ৩৬০ বার পঠিত