শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫

দেশে নির্বাচন জরুরি : খালেদা জিয়া

Home Page » আজকের সকল পত্রিকা » দেশে নির্বাচন জরুরি : খালেদা জিয়া
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশে একটি নির্বাচন জরুরি হয়ে পড়েছে। বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে। শতকরা পাঁচ ভাগ জনপ্রিয়তা নিয়ে এই সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক ভিত্তি নেই। তাই অবিলম্বে বাংলাদেশে একটি নির্বাচন জরুরি।

শুক্রবার রাতে যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির সিনিয়র নেতাদের সাথে এক বৈঠকে দলের চেয়ারপারসন এ কথা বলেন। দলীয় নেতা-কর্মীরা খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বর্তমান সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, দেশ একটি কঠিন সময় পার করছে। দেশে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন নেই। বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে সরকার। দেশে কোনো সুবিচার আশা করা যায় না। প্রতিবাদ করলে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়।

দেশে গুম দিবস পালন করতে সরকার বাধা দিয়েছে উল্লেখ করে বেগম জিয়া বলেন, সরকার বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপনের চেষ্টা করে। কিন্তু তাদের দলের মধ্যেই অনেক জঙ্গি লুকিয়ে রয়েছে।

বৃটিশ ভিসা সেন্টার ভারতে স্থানান্তরে বাংলাদেশীদের ভিসা পেতে নানা সমস্যা হচ্ছে উল্লেখ করে বেগম জিয়া ভিসা সেন্টার পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনতে জোর তৎপরতা চালাতে নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। বৈঠকে নেতৃবৃন্দ যুক্তরাজ্যে বিএনপির কার্যক্রম ও তৎপরতা বেগম জিয়াকে অবহিত করলে তিনি সন্তোষ প্রকাশ করেন।

প্রায় দুই ঘণ্টার বৈঠকে দেশের এবং যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক বিষয়ে নেতাদের নানা পরামর্শ দিয়েছেন খালেদা জিয়া।

এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ ও সহ-সভাপতি আবুল কালাম আজাদ।

গত ১৬ সেপ্টেম্বর সকালে ব্যক্তিগত সফরে লন্ডনে আসেন খালেদা জিয়া। ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে চিকিৎসা নিতে বাংলাদেশ ছাড়েন তারেক রহমান। এর পর থেকে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। সেখানে ভিসার মেয়াদ শেষ হলেও রাজনৈতিক আশ্রয় নিয়ে পরিবারসহ সেখানেই রয়েছেন তিনি। এবার তাদের সাথেই ঈদ করবেন খালেদা জিয়া। এই প্রথম দেশের বাইরে ঈদুল আজহা উদযাপন করবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বিএনপি চেয়ারপারসনের সাথে দলের ভাইস চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা তাবিথ আউয়াল, একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার রয়েছেন।

এটি ব্যক্তিগত সফর হলেও খালেদা জিয়া এ সময়ে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল ও বিরোধী দলের প্রতিনিধি ছাড়াও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কূটনীতিকদের সাথে বৈঠকের কথা রয়েছে বলে দলের তরফে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:০৮   ৩৪৯ বার পঠিত