শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
কোহলিদের সতর্ক করলেন সৌরভ!
Home Page » আজকের সকল পত্রিকা » কোহলিদের সতর্ক করলেন সৌরভ!
বঙ্গনিউজ ডেস্কঃ
আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে ইমরান তাহিরকে নিয়ে বিরাট কোহলিদের সতর্ক করলেন সৌরভ গাঙ্গুলি।
প্রাক্তন ভারত অধিনায়কের মতে, চার টেস্টের সিরিজে ভারতীয় ব্যাটসম্যানদের বেগ দিতে পারেন প্রোটিয়া লেগ-স্পিনার।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলতি মাসের শেষে ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা। চার টেস্টের সিরিজ ছাড়াও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে প্রোটিয়াবাহিনী। ২ অক্টোবর টি-২০ ম্যাচ দিয়ে সফর শুরু করলেও সিরিজের প্রথম টেস্ট ৫ নভেম্বর মোহালিতে৷
২২ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট জিতে আসা কোহলি অ্যান্ড কোং-কে সৌরভের বার্তা, ‘তাহির কোয়ালিটি স্পিনার। ভারতীয় পরিবেশে ও যথেষ্ট কার্যকরী হবে। আমার মনে হয় খুব বেশি টার্নার না-করে ভারতের উচিত স্পোর্টিং পিচ তৈরি করা। টার্নিং ট্র্যাক হলে তাহির ম্যাচ-উইনার হয়ে উঠতে পারে।’
আমলাবাহিনী যে কঠিন প্রতিপক্ষ তাও জানাতে ভোলেননি ভারতের অন্যতম সফল অধিনায়ক। সৌরভ বলেন, ‘এটা লম্বা সিরিজ। আশা করি ভারত ভালো খেলবে। ভারতকে হারাতে হলে দক্ষিণ আফ্রিকাকে দারুণ খেলতে হবে। আমি চাই, ভারত এমন পিচ বানাক, যেখানে বাউন্স থাকবে এবং চতুর্থ দিন থেকে বল ঘুরবে। ভারতকে সাফল্য পেতে হয়ে প্রথম ব্যাট করে ৫০০ বেশি রান করতে হবে।’
বাংলাদেশ সময়: ১৪:০০:১৯ ৩৭০ বার পঠিত