শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
সাংবাদিকদের জন্য ফেসবুকের বিশেষ সুবিধা !!!!!!
Home Page » আজকের সকল পত্রিকা » সাংবাদিকদের জন্য ফেসবুকের বিশেষ সুবিধা !!!!!!বঙ্গনিউজ ডটকমঃ
নেছার আহমেদ নিশান-
স্টাফ রিপোর্টারঃ
সাংবাদিকদের সুবিধার জন্য
একটি বিশেষ টুল উন্মুক্ত করেছে
ফেসবুক। এ টুলটি সংবাদ খুঁজতে,
গোছাতে ও কনটেন্ট প্রকাশ
করতে সাহায্য করবে। টুলটির
নাম ‘সিগনাল’। এ টুলটি দিয়ে
ফেসবুক ও ইনস্টাগ্রামের কনটেন্ট
এমবেড করে ব্যবহারের সুবিধাও
থাকবে। সাংবাদিকেরা
টুলটি বিনা মূল্যে ব্যবহার করতে
পারবেন।
ফেসবুকের মিডিয়া
পার্টনারশিপস বিভাগের
পরিচালক অ্যান্ডি মিশেল এক
ব্লগ পোস্টে লিখেছেন,
‘সাংবাদিকদের কাছ থেকে
আমরা শুনেছি যে, তাঁরা
ফেসবুক থেকে সংবাদ সংগ্রহ
করার সহজ সুবিধা চান। খবর বা
প্রতিবেদন লেখার সময় ফেসবুক ও
ইনস্টাগ্রামের ট্রেন্ড, ছবি,
ভিডিও ও পোস্টের সহজ ব্যবহার
চান তাঁরা।’
এ ছাড়াও বিভিন্ন মিডিয়া
প্রতিষ্ঠান প্রতিবেদনে ফেসবুক
সংক্রান্ত বিষয় ব্যবহারের জন্য
ফেসবুক কর্তৃপক্ষের কাছে
বিশেষ নীতিমালার জন্য
আবেদন করেছে বলেও দাবি
করেন ফেসবুকের ওই কর্মকর্তা।
‘সিগনাল’ টুলটি ছাড়ার আগে
সাংবাদিকদের জন্য ‘মেনশনস’
নামের একটি অ্যাপ উন্মুক্ত
করেছিল ফেসবুক। ভেরিফায়েড
প্রোফাইল যাঁদের আছে তাঁরা
এটি ব্যবহার করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৬:১৪:৪০ ৩৬০ বার পঠিত