শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
আবার ও চাপের মুখে বাংলাদেশ।
Home Page » আজকের সকল পত্রিকা » আবার ও চাপের মুখে বাংলাদেশ।
বঙ্গনিউজ ডটকমঃ
নেছার আহমেদ নিশানঃ
স্টাফ রিপোর্টারঃ -
ভারত সফরে গিয়ে প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ওয়ানডেতেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ‘এ’ দলের। স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই সাজঘরে ফিরেছেন ওপেনার রনি তালুকদার। তবে দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়ে এই ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা চালিয়েছিলেন ওপেনার সৌম্য সরকার ও এনামুল হক। কিন্তু টানা দুই ওভারে সৌম্য ও অধিনায়ক মুমিনুল হককে আউট করে বাংলাদেশকে আবার চাপের মুখে ফেলেছেন ঋষি ধাওয়ান। এ প্রতিবেদন লেখার সময় ১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর : ৬৯/৩। ৩২ রান নিয়ে ব্যাট করছেন এনামুল।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত ‘এ’ দলের অধিনায়ক উমকাট চাঁদ। সে সিদ্ধান্তের যথার্থতাও দারুণভাবে প্রমাণ করেছেন তরুণ বাঁহাতি পেসার রুস কালারিয়া। প্রথম ওভারেই আউট করেছেন রনিকে। রানের খাতা না খুলেই সাজঘরের পথে হাঁটতে হয়েছে এই ডানহাতি ওপেনারকে। দ্বিতীয় উইকেটে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিলেন সৌম্য ও এনামুল। গড়েছিলেন ৬০ রানের জুটি। কিন্তু ১২তম ওভারে আঘাত হানেন ধাওয়ান। বোল্ড করেন ২৪ রান করা এনামুলকে। নিজের পরের ওভারে মুমিনুলকেও সাজঘরমুখী করেছেন ভারত ‘এ’ দলের এই ডানহাতি পেসার। ৩ রান করে আউট হয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মুমিনুল।
প্রথম ওয়ানডেতে আবার ইনজুরির কবলে পড়েছিলেন তাসকিন আহমেদ। তাঁর বদলি হিসেবে আজ দলে ঢুকেছেন আরেক ডানহাতি পেসার আল-আমিন হোসেন।
ভারত সফরে গিয়ে প্রথম অনানুষ্ঠানিক ওয়ানডে ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে বাংলাদেশ ‘এ’ দলকে। মুমিনুল হকের নেতৃত্বাধীন দলকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত ‘এ’ দল।
বাংলাদেশ ‘এ’ দল : রনি তালুকদার, সৌম্য সরকার, এনামুল হক, মুমিনুল হক (অধিনায়ক), সাব্বির রহমান, লিটন দাস, নাসির হোসেন, আরাফাত সানি, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন।
বাংলাদেশ সময়: ১২:১৯:৪৬ ৩১৩ বার পঠিত