বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
ফেসবুকে আসছে ‘ডিসলাইক’ বাটন।
Home Page » ফিচার » ফেসবুকে আসছে ‘ডিসলাইক’ বাটন।
বঙ্গনিউজ ডটকমঃ
নেছার আহমেদ নিশান-
স্টাফ রিপোর্টারঃ
ফেসবুকে লাইক অপশনের পাশাপাশি আসছে ডিসলাইক অপশন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোনো কিছু পছন্দ হলে সঙ্গে সঙ্গে ‘লাইক’। আর অপছন্দ হলে? ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই এত দিন হয়তো কোনো পোস্ট, মন্তব্য বা শেয়ার পছন্দ না হলে ভেবেছেন, ‘ডিসলাইক’ অপশন থাকা দরকার ছিল। বিষয়টি নিয়ে ফেসবুক কর্তৃপক্ষও বেশ কিছুদিন আগেই ভাবনা-চিন্তার কথা জানিয়েছিল। এবার ফেসবুক নিশ্চিত করল, তারা শিগগিরই নিয়ে আসছে ‘ডিসলাইক’ অপশন। অর্থাৎ এখন আর মন্তব্য করে বোঝাতে হবে না। ‘লাইক’ বাটনের মতো ‘ডিসলাইক’ বাটনে ‘ক্লিক’ করলেই হবে। সামাজিক যোগাযোগের এই জনপ্রিয় ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এমনটাই জানিয়েছেন। মঙ্গলবার ফেসবুকের সদর দপ্তরে আয়োজিত এক প্রশ্নোত্তর সেশনে ৩১ বছর বয়সী জাকারবার্গ বলেন, অনুভূতি প্রকাশের একটি মাধ্যম হিসেবে এই ডিসলাইক অপশনটি চালু করা হচ্ছে। তিনি জানান, ডিসলাইক অপশনের দাবি দীর্ঘদিনের। খুব শিগগির ব্যবহারকারীরা নিজেরাই এটি যাতে প্রয়োগ করতে পারেন, সে ব্যাপারে কর্তৃপক্ষ অনেকটাই তৈরি।
বাংলাদেশ সময়: ১১:৪৭:১৪ ৩১৭ বার পঠিত