বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
ডিসলাইক বাটন যোগ হচ্ছে ফেসবুকে
Home Page » এক্সক্লুসিভ » ডিসলাইক বাটন যোগ হচ্ছে ফেসবুকেবঙ্গনিউজ ডটকমঃসামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে বহুল প্রতীক্ষিত ‘ডিসলাইক’ বাটন যুক্ত করার কথা ভাবছে কর্তৃপক্ষ। কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ সম্প্রতি ফেসবুক হেডকোয়ার্টারে আয়োজিত এক প্রশ্নোত্তর পর্বে ব্যবহারকারীদের প্রশ্নের জবাবে এই তথ্য প্রকাশ করেন।
তবে একইসাথে জাকারবার্গ বলেন,’পোস্টে ডিসলাইক অপশন চালু করার ব্যাপারে চিন্তাভাবনা করলেও এর মাধ্যমে লোকজন অন্যদেরকে লজ্জায় ফেলতে পারে এবং ফেসবুক সেরকম পরিস্থিতি দেখতে চায় না।’
তিনি আরও বলেন ‘দীর্ঘদিন যাবৎ অনেকেই আমাকে ডিসলাইক বাটন নিয়ে প্রশ্ন করছে এবং আজকেই সেই বিশেষ দিন যেখানে আমরা এটা নিয়ে কাজ করছি এবং অতি সত্ত্বর এর শুরু করছি’
দুঃখজনক কোনো ফেসবুক পোস্টের ডিসলাইক বাটনে ক্লিক করে ব্যবহারকারীরা এর সম্পর্কে সমবেদনা জানাতে পারেন বলে উল্লেখ করেন জাকারবার্গ। তবে এই কাজটি বিকল্প উপায়েও করা সম্ভব। আপনি পোস্টে কমেন্ট করেও কারও প্রতি সমবেদনা জানাতে পারেন- বলেন ফেসবুক সিইও।
ফেসবুকে বর্তমানে প্রতিদিন ৪.৫ বিলিয়ন ‘লাইক’ দেয়া হচ্ছে। এখানে ডিসলাইক অপশন এলে ব্যবহারকারীদের কার্যকলাপ আরও বৃদ্ধি পেতে পারে যা ফেসবুকের জন্য সুবিধাজনক। কিন্তু ডিসলাইক বাটনের কারণে পোস্ট সংখ্যা কমে যাওয়ার ভয়ও রয়েছে।
আর সবদিক বিবেচনা করেই আপাতত ‘ডিসলাইক বাটন’ চালু করছেনা ফেসবুক।
বাংলাদেশ সময়: ১৮:৪৮:৩৬ ৩৮১ বার পঠিত