মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: আমু
Home Page » আজকের সকল পত্রিকা » সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: আমুবঙ্গনিউজ ডটকমঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামোয় দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।’
সোমবার বিকেলে রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে নতুন প্রজন্মকে জানানোর লক্ষ্যে আয়োজিত গল্প বলার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টির সভাপতি এম আজিজুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক আবেদ খান।
বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর আমির হোসেন আমু বলেন, ‘সমাজতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জনক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু জার্মানির হিটলার বা ইতালীর মুসোলনীর মতো একনায়কতান্ত্রিক মনোভাব
নিয়ে রাজনীতিতে আসেননি। তিনি রাজনীতিতে এসেছিলেন জাতীয়তাবাদের জনক হিসেবে।’
বাংলাদেশ সময়: ১৮:৪০:১৫ ৩০৭ বার পঠিত