সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশের পাট আমদানিতে ভারতের বাধা।
Home Page » অর্থ ও বানিজ্য » বাংলাদেশের পাট আমদানিতে ভারতের বাধা।বঙ্গনিউজ ডটকমঃ
গত কয়েকদিন ধরে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য রপ্তানি বন্ধ রয়েছে ভারতে। বৃহস্পতিবার পাট আমদানিতে ভারত সরকারের দেয়া কঠিন শর্তের কারণে এ অবস্থা তৈরি হয়েছে। এতে বেনাপোল বন্দর সড়কে দুই শতাধিক পাটবোঝাই ট্রাক আটকে পড়ায় দুর্ভোগে পড়েছেন রপ্তানিকারকরা।
বাংলাদেশ থেকে পাট আমদানির ক্ষেত্রে নতুন করে অনুমতিপত্র নিতে হবে ভারতীয় ব্যবসায়ীদের। এছাড়া এ পাট দিয়ে কোনো ধরণের বস্তা তৈরি করা যাবে না সে দেশের মিলগুলোতে। এমন নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করে ভারতীয় জুট কমিশন। এ নির্দেশনার পর গত কয়েকদিন ধরে ভারতে পাট রপ্তানি বন্ধ রয়েছে বেনাপোল স্থলবন্দর দিয়ে।
বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হওয়া পাটের বেশির ভাগই ব্যবহার হয় বস্তা তৈরিতে। তাই ভারতীয় কর্তৃপক্ষের দেয়া নির্দেশনার ফলে দেশের পাটখাত হুমকির মুখে পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ থেকে প্রতিবছর ১১-১২ কোটি ডলারের পাট রপ্তানি হয়ে থাকে। এর মধ্যে ৩০ থেকে ৪০ ভাগই হয়ে থাকে ভারতে।
ভিডিও দেখুন এখানেঃ
বাংলাদেশ সময়: ১৮:১৬:০০ ৩১০ বার পঠিত