সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫

সরকার কোনমতেই শিক্ষাঙ্গনে প্রতিবন্ধকতা চায় না।

Home Page » আজকের সকল পত্রিকা » সরকার কোনমতেই শিক্ষাঙ্গনে প্রতিবন্ধকতা চায় না।
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫



04_91870.jpg

বঙ্গনিউজ ডটকমঃ

বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের উপর করা সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায় অর্থ মন্ত্রণালয়।

এতে বলা হয়, সরকার কোনমতেই শিক্ষাঙ্গনে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় না এবং জনজীবনে অসুবিধারও সৃষ্টি করতে চায় না। মন্ত্রী বলেন, যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনেক খরচ করে শিক্ষা গ্রহণ করছেন তারা এজন্য অতিরিক্ত সাড়ে সাত শতাংশ ভ্যাট দিতে চান না। এবং সেজন্য তারা ক্লাস ছেড়ে দিয়েছেন, বিভিন্ন জায়গায় সমাবেশ করে জনজীবন বিঘ্নিত করছেন এবং উন্নয়নের যাত্রাপথে বাধার সুযোগ করে দিচ্ছেন। এই অবস্থায় সরকার ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৩১:২৯   ৩৪৪ বার পঠিত