সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫

ভ্যাট প্রত্যাহারের খবরে আন্দোলনকারীদের উল্লাস

Home Page » আজকের সকল পত্রিকা » ভ্যাট প্রত্যাহারের খবরে আন্দোলনকারীদের উল্লাস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫



তারা বলছেন, শিক্ষার্থীদের ‘ন্যায্য দাবির’ মুখে সরকার ‘নতি স্বীকার’ করতে বাধ্য হয়েছে।

 গত কয়েক দিনের মত সোমবার সকালে রামপুরা-বাড্ডা, গুলশান, উত্তরা ও কাকলিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এতে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।   

এরপর বেলা ১২টার পর মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাট প্রত্যাহারের নির্দেশনা দিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এলে আন্দোলনকারীদের অবস্থানে শুরু হয় উল্লাস।

ভ্যাট প্রত্যাহারের খবর শুনে, রামপুরা, উত্তরা ও গুলশানের অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসে ফিরে উৎসব শুরু করেন শিক্ষার্থীরা।

ইউআইটিএসের সিএসই বিভাগের শিক্ষার্থী রিফাত বলেন, “প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যে পারে, সেটা আমরা করে দেখালাম। শিক্ষার্থীদের ন্যায্য দাবির মুখে সরকার নতি স্বীকার করতে বাধ্য হয়েছে।”

একই বিভাগের শিক্ষার্থী আসিফ বলেন, “২০১৫ সাল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয়ের বছর। শিক্ষায় ভ্যাট দিলে তা গ্রহণযোগ্য হয় না। তা এই আন্দোলনের মাধ্যমে প্রমাণিত হয়েছে।”

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিশোধের ঘোষণার পর আন্দোলন থেকে সরে দাঁড়ানো সংগঠন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. আসাদুজ্জমান রনো বলেন, “আমরা প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই। ভ্যাট নিয়ে শিক্ষার্থীরা বিভ্রান্তির মধ্যে পড়েছিলো। তার অবসান হল।”

তবে ভ্যাট প্রত্যাহারের বিষয়ে সরকারের পক্ষ থেকে বেলা ১টা পর্যন্ত ভ্যাট প্রত্যাহারের  বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। কোনো সিদ্ধান্ত হয়ে থাকলে দুপুরে এনবিআরের আয়কর দিবসের সংবাদ সম্মেলনে তা ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

সরকার দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের পর থেকেই শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছে। গত বৃহস্পতিবার তাদের অবরোধে ঢাকা কার্যত অচল হয়ে গেলে সরকার জানায়, ওই ভ্যাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেবে, শিক্ষার্থীরা নয়।

কিন্তু কর্তৃপক্ষ শেষ পর্যন্ত বেতন বাড়িয়ে ছাত্রদের কাছ থেকেই ভ্যাটের টাকা আদায় করবে- এই আশঙ্কায় শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। রোববারও বিভিন্ন সড়কে তাদের অবরোধের কারণে নগরজুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৪:১৭:২৭   ৩১১ বার পঠিত