শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫

আজ থেকে তিন দিনের ছাত্র ধর্মঘটের ডাক

Home Page » আজকের সকল পত্রিকা » আজ থেকে তিন দিনের ছাত্র ধর্মঘটের ডাক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ সরকারের আশ্বাসকে ‘অতি চতুরতা’ আখ্যায়িত করে ভ্যাট প্রত্যাহারের দাবিতে তিন দিনের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ।

‘নো ভ্যাট অন এডুকেশন’ এর ব্যানারে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর (শনিবার থেকে সোমবার) ছাত্র ধর্মঘটের এই ঘোষণা দেন সংগঠনের সমন্বয়ক জ্যোর্তিময় চক্রবর্তী।
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ধানমণ্ডি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘অবিলম্বে টিউশন ফির ওপর থেকে ভ্যাট প্রত্যাহার ও বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য টিউশন ফি নির্ধারণের নীতিমালা প্রণয়নের দাবিতে আমরা ধর্মঘট পালন করব।’
উল্লেখ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাটের প্রতিবাদে গতকাল থেকে ছাত্র আন্দোলন তীব্র আকার ধারণ করলেও এর কোনো কেন্দ্রীয় নেতৃত্ব কাঠানো এখনো গড়ে ওঠেনি।
তবে ঢাকা ও ঢাকার বাইরের বহু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগ দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩:২৬:৫৪   ২৮৬ বার পঠিত