বুধবার, ৯ সেপ্টেম্বর ২০১৫
খালেদার চিঠিতে জিএসপি বন্ধ হয়েছে
Home Page » আজকের সকল পত্রিকা » খালেদার চিঠিতে জিএসপি বন্ধ হয়েছেবঙ্গনিউজ ডটকমঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারণেই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অগ্রাধিকার ভিত্তিকে বাজার সুবিধা বা জিএসপি দিচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খালেদা জিয়া যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়ে জিএসপি সুবিধা বন্ধ করতে বলেছেন।খালেদা জিয়া নিজের স্বার্থে দেশের ক্ষতি করতে ভয় পায় না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার জাতীয় সংসদ অধিবেশনে সতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের ১২২টি দেশকে জিএসপি সুবিধা দিলেও খালেদার কারণে আমরা এ সুবিধ পাইনি।
প্রধনমন্ত্রী বলেন, বর্তমানে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছ, তারাই স্বাধীনতা যুদ্ধে একইভাবে ষড়যন্ত্র করেছিলো। তারা আমাদের কোন ক্ষতি করতে পারবেনা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ছাড়াও এখন নতুন নতুন বাজার তৈরি হচ্ছে। আমরা তাদের কাছ থেকে সুবিধা নেব।
সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে প্রানমন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যা ও ঘূর্ণিঝড়ে সারাদেশে ৪৯ কি.মি. বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে উপকূলীয় অঞ্চলে ৩৪ কি.মি. এবং অন্যান্য অঞ্চলে ১৫ কি.মি। এবারের বন্যায় ৩৪ জেলায় ৩৯ হাজার ১০২ হেক্টর আবাদকৃত জমির বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে
প্রধানমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মধ্যে আপদকালীন জরুরি কাজের আওতায় ক্ষতিগ্রস্ত ৪ কি.মি. বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও ২০ কি.মি. বেড়িবাঁধের মেরামত কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এছাড়া ৪৫ কি.মি. বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি নেমে গেলে পরবর্তীতে চূড়ান্ত ক্ষয়ক্ষতি নিরুপণ করে পুনর্বাসন কার্যক্রম হাতে নেওয়া হবে।
প্রধানমন্ত্রী আরোও বলেন, ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে আউশ ১১ হাজার ২০৭ হেক্টর, আমন বীজতলা ১৩ হাজার ৩৭৭ হেক্টর, রোপা আমন ৫ হাজার ৯৪৩ হেক্টর, বোনা আমন ১৯১ হেক্টর, শাক সবজি ৭ হাজার ৪৭৭ হেক্টর, মরিচ ৫২৫ হেক্টর, পানের বরজ ২৮২ হেক্টর, ফুল ১২ হেক্টর এবং ফল বাগান ৮৮ হেক্টর।
বাংলাদেশ সময়: ১৯:৪৩:০৩ ২৮৩ বার পঠিত