বুধবার, ৯ সেপ্টেম্বর ২০১৫
আবারও কমলো সোনার দাম
Home Page » অর্থ ও বানিজ্য » আবারও কমলো সোনার দামবঙ্গনিউজ ডটকমঃ দেশের বাজারে এক দফা বৃদ্ধির পর আবারও কমছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে দেশে সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা কমেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
তিন দফা কমার পর গত ২৩ আগস্ট বেড়েছিল সোনার দাম। তবে এ দাম বৃদ্ধির বিষয়টি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। চলতি বছর এর আগে গত ৬ আগস্ট, ২৩ জুলাই ও ১১ মার্চ সোনার দাম কমানো হয়েছিল।
নতুন দর অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪২ হাজার ২২৪ টাকা। বর্তমানে এ মানের স্বর্ণের দাম ৪৩ হাজার ২৭৩ টাকা। প্রতি ভরিতে দাম কমেছে এক হাজার ৪৯ টাকা।
নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৪১ হাজার ১৭৪ টাকার বদলে ৪০ হাজার ১২৪ টাকায় বিক্রি হবে। এক্ষেত্রে প্রতি ভরিতে দাম কমেছে এক হাজার ৫০ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে কমেছে এক হাজার ৪৯ টাকা।
এ মানের স্বর্ণ বর্তমানে ৩৪ হাজার ৫২৫ টাকায় বিক্রি হলেও বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে তা হবে ৩৩ হাজার ৪৭৬ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ২৩ হাজার ৯৫ টাকার বদলে নতুন দাম অনুযায়ী ২২ হাজার ৫৭০ টাকায় বিক্রি হবে। ভরিতে দাম কমেছে ৫২৫ টাকা। ১৮ ক্যারেট প্রতিভরি স্বর্ণের দাম ৩৪ হাজার ৫২৫ টাকা থেকে কমিয়ে ৩৩ হাজার ৪৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সনাতনী স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতিভরি ২২ হাজার ৫৭০ টাকা। এতদিন এর দাম ছিল ২৩ হাজার ৯৫ টাকা। রুপার দামও কমানো হয়েছে। রুপার ভরি হচ্ছে ৯৩৩ টাকা। আগে এর দাম ছিল ৯৯১ টাকা।
আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সোনার দাম ছিল প্রতি আউন্স এক হাজার ১২০ ডলার। দাম বাড়ানোর সময় গত ২২ আগস্ট এ দাম ছিল এক হাজার ১৫৯ ডলার। এক আউন্স সোনা ৩১ দশমিক ১০৩ গ্রামের সমান।
বাংলাদেশ সময়: ১৩:৪৯:৪৭ ৩৭১ বার পঠিত