সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫

দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারী ৫ কোটি ৭ লাখ

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারী ৫ কোটি ৭ লাখ
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫



BTRC-logoবঙ্গনিউজ ডটকমঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য মতে দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ৭ লাখ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে তারা এ তথ্য প্রকাশ জানিয়েছে।

প্রতিবেদনে জুলাই মাসের তথ্য অনুযায়ী, দেশে মোবাইল ইন্টারনেটের গ্রাহক চার কোটি ৯২ লাখ ৪১ হাজার, আইএসপি ও পিএসটিএন ইন্টারনেটের গ্রাহক ১২ লাখ ৯৩ হাজার এবং ওয়াইম্যাক্স গ্রাহক এক লাখ ৭৪ হাজার।

প্রতিবেদন আরও উল্লেখ করা হয়েছে, জুলাই মাসের শেষ পর্যন্ত দেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ছিল ১২ কোটি ৮৭ লাখ। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক পাঁচ কোটি ৩৯ লাখ, বাংলালিংকের তিন কোটি ২৪ লাখ, রবির দুই কোটি ৭৯ লাখ, এয়ারটেলের গ্রাহক সংখ্যা ৯০ লাখ, সিটিসেলের ১১ লাখ ৬১ হাজার এবং টেলিটকের গ্রাহক সংখ্যা ৪২ লাখ ২১ হাজার।

বাংলাদেশ সময়: ২০:১২:৪১   ২৮০ বার পঠিত