সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫
রাস্তায় এবার পশুবাহী ট্রাক আটকানো হবে না
Home Page » প্রথমপাতা » রাস্তায় এবার পশুবাহী ট্রাক আটকানো হবে নাবঙ্গনিউজ ডটকমঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ঢাকার বাইরে থেকে রাজধানীর ভেতরে আসা পশু বহনকারী ট্রাকের কাগজপত্র দেখার জন্য রাস্তায় এবার গাড়ি আটকানো হবে না।
সোমবার পুলিশ সদর দফতরের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, রাস্তায় কাগজপত্র দেখার নাম করে বিভিন্ন সময় রাস্তায় কোরবানির পশুবাহী ট্রাক আটকানোর অভিযোগ পাওয়া গেছে। তাই এবার সুনির্দিষ্ট তথ্য ছাড়া শুধু কাগজপত্র দেখার জন্য রাস্তায় কোনো ট্রাক আটকানো হবে না।
রাস্তায় চেক না করার সুযোগ অপরাধীচক্র নিতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, অবশ্যই নজরদারি থাকবে। পশু আনার আড়ালে ইয়াবা, মাদকসহ চোরাচালানের সুনির্দিষ্ট খবর পাওয়া গেলেই কেবল তল্লাশি চালানো হবে।
বাংলাদেশ সময়: ১৮:৩৭:৪৩ ২৭০ বার পঠিত