সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫

প্রাথমিকের সব শিক্ষার্থী উপবৃত্তি পাবে

Home Page » শিক্ষাঙ্গন » প্রাথমিকের সব শিক্ষার্থী উপবৃত্তি পাবে
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, দেশের প্রাথমিক পর্যায়ের সব শিক্ষার্থীকে উপবৃত্তি কার্যক্রমের আওতায় আনা হবে। এর মাধ্যমে দেশের মোট এক কোটি ত্রিশ লাখ শিক্ষার্থী উপবৃত্তির আওতায় আসবে বলে জানান তিনি।

রবিবার দুপুরে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।

৪৫ লাখ নিরক্ষর প্রাপ্তবয়স্ক মানুষকে স্বাক্ষরতা প্রদানের কর্মসূচি হাতে নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে সরকার সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে মৌলিক স্বাক্ষরতা প্রকল্প নামক একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে দেশের ৬৪ জেলায় ১৫ থেকে ৪৫ বছর বয়সী ৪৫ লাখ নিরক্ষরকে স্বাক্ষরতা প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বাবু এমপি ও প্রাথমিক ও গণশিক্ষা সচিব মেজবাহুল আলমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮:৩১:২৮   ৩২৪ বার পঠিত