সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫
ছাত্রলীগের ৮ নেতাকে বহিষ্কারের সুপারিশ
Home Page » জাতীয় » ছাত্রলীগের ৮ নেতাকে বহিষ্কারের সুপারিশবঙ্গনিউজ ডটকমঃসাংবাদিক মোস্তাকিম ফাররোখকে লাঞ্ছিত ও অপহরণের চেষ্টায় ছাত্রলীগের আট নেতাকে বহিষ্কার করার সুপারিশ কেন্দ্রে পাঠিয়েছে জেলা কমিটি। রবিবার বিকালে জয়পুরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজার সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেয় কমিটি।
তাদের স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। তারা হলেন- জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিজু, কার্যনির্বাহী সদস্য অপু ও জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতা মিলন হোসেন। এছাড়াও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহাদৎ হোসেন, জয়পুরহাট সরকারি কলেজের জুবিলি হল শাখা ছাত্রলীগের আহবায়ক আবু তাহের, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব ও সদস্য মুমিনুল ইসলামকে তিন মাসের জন্য প্রাথমিক সদস্য পদ স্থগিতকরণসহ সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
জয়পুরহাট জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, দেশ টিভি ও দৈনিক করতোয়ার জয়পুরহাট প্রতিনিধি সাংবাদিক মোস্তাকিম ফাররোখকে লাঞ্ছিত করার ঘটনায় দলের শৃঙ্খলা ভঙ্গ এবং ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় জেলা কমিটি সর্বসম্মতিক্রমে সংগঠনের গঠনতন্ত্রের ১৭ ধারার (খ) আলোকে এ বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:৫১:২৫ ৩৭৪ বার পঠিত