সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫

ডা: ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী পালিত

Home Page » প্রথমপাতা » ডা: ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী পালিত
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃবাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা: মোহাম্মদ ইব্রাহিমের ২৬তম মৃত্যুবার্ষিকী ও ডায়াবেটিস সেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে ডায়াবেটিক সমিতি। এর মধ্যে রয়েছে কবর জিয়ারত, ফ্রি হার্ট ক্যাম্প, বিনা মূল্যে ডায়াবেটিক পরীক্ষা, মিলাদ মাহফিল, আলোচনা সভা, খাবার বিতরণ।
গতকাল দুপুরে বারডেম মিলনায়তনে সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক, সাবেক সচিব এম মোকাম্মেল হক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ন্যাশনাল কাউন্সিলর সদস্য মাহবুব উজ জামান, সমিতির মহাসচিব সাইফ উদ্দীন, সহসভাপতি অধ্যাপক এ আর খান প্রমুখ।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, বারডেম ও সমিতির অন্যান্য প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেস কাব, জাতীয় জাদুঘরের সামনে বিনা মূল্যে ডায়াবেটিক রোগ নির্ণয় করা হয়। 
দিবসটি উপলক্ষে ‘ডা: মোহাম্মদ ইব্রাহিম : জীবন ও আদর্শ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। -

বাংলাদেশ সময়: ৪:১০:২৭   ২৭৫ বার পঠিত