সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫

ইরানের বিমান বাহিনীর শক্তি প্রদর্শনী

Home Page » বিশ্ব » ইরানের বিমান বাহিনীর শক্তি প্রদর্শনী
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনী ইস্ফাহান প্রদেশে আজ শনিবার দুই দিনব্যাপী বিশাল মহড়া শুরু করেছে। চার লাখ বর্গকিলোমিটার এলাকাজুড়ে তিন পর্বে এ মহড়া চলবে।

আঞ্চলিক শান্তি, ভ্রাতৃত্ব, স্থিতিশীলতা ও নিরাপত্তার বার্তা তুলে ধরে এ মহড়ার উদ্বোধন করা হয়েছে। এ মহড়ায় বিভিন্ন ধরনের জঙ্গি বিমান, বোমারু বিমান, কার্গো বিমান, ড্রোন ও পর্যবেক্ষণ বিমান অংশ নিচ্ছে। মহড়া চলাকালে বিমান বাহিনীর পর্যবেক্ষণ তৎপরতা ও তথ্য আদান-প্রদানের দক্ষতা যাচাই করা হবে। বিমান বাহিনী আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে কল্পিত লক্ষ্যবস্তুতেও হামলা চালাবে।

এ মহড়ার মধ্যদিয়ে বিমান বাহিনীর দক্ষতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এ মহড়ায় বিমান বাহিনীর নতুন কিছু অর্জনও প্রদর্শন করা হবে। ইরানের বিমান বাহিনী নিজেদের শক্তি ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর একাধিক মহড়ার আয়োজন করে থোকে। গত বছরও পারস্য উপসাগরে একই ধরনের বিশাল মহড়ার আয়োজন করেছিল ইরানের বিমান বাহিনী। - 

বাংলাদেশ সময়: ৪:০৭:৪৪   ৩৪৩ বার পঠিত